
মাহমুদুল্লাহ রিয়াদ,ময়মনসিংহ ব্যুরো প্রধান/
জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ময়মনসিংহের তারাকান্দা উপজেলা বালিখাঁ ইউনিয়নের মালিডাঙ্গা গ্রামে কালামিন ইসলাম (৩২) নামে যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (৮ নভেম্বর) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে ৬ নভেম্বর সোমবার দুপুরে তারাকান্দা উপজেলা বালিখাঁ ইউনিয়নের মালিডাঙ্গা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতি পক্ষের সন্ত্রাসী হামলায় গুরুত্বর আহত হয় কালামিন মিয়া। এ ঘটনায় এখনো কেউ গ্রেফতার হয়নি ।
স্থানীয়রা জানান, ওই মালিডাঙ্গা এলাকার আব্দুল কাদির মেম্বার ও আদম মেম্বার গংদের সাথে বেশ কিছু দিন ধরে প্রতিবেশী মৃত আব্দুল মজিদ এর ছেলের কালামিন ও ছাদেকুল ইসলাম গংদের জমি সংক্রান্ত দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।
এ সময় আব্দুল কাদির মেম্বার গংদের পক্ষের লোকজনের সন্ত্রাসী হামলায় কালামিন ইসলাম গুরুত্বর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮ নভেম্বর সন্ধ্যায় তার মৃত্যু হয়। বৃহস্পতিবার ৯ নভেম্বরে নিহত কালামিন ইসলামের দাফন সম্পূর্ণ হয়।
নিহত কালামিন ইসলামের, বড় ভাই আলামিন সাংবাদিকদের বলেন আব্দুল কাদির মেম্বার ও আদম মেম্বার গংদের বিরুদ্ধে ময়মনসিংহ জেলা- বিজ্ঞ বিচার অপরাধ ট্রাইব্যুনাল আদালতে মামলা রয়েছে যাহার মোকদ্দমা নং-২২/২৩ইং মোকদ্দমায় আসামীরা বিজ্ঞ আদালত হইতে জামিনে বাড়ীতে আসিয়া আমাদের প্রতি আক্রোশ পোষণ করে হত্যার হুমকি দেয়। এই ঘটনায় ২ নভেম্বর তারাকান্দা থানায় অফিসার ইনচার্জ বরাবর সাধারণ ডায়েরী করেন যাহার জিডি নং- ৬৪ জিডি করাই গত ০৬ নভেম্বর ২০২৩ ইং আনুমানিক দুপুর ০১,০০ ঘটিকার সময় আমি স্থানীয় নূর মার্কেট বাজারে খাবার নিয়ে যাওয়ার পথে বাড়ীর পশ্চিম পার্শ্বে রাস্তার উপর পৌঁছা মাত্রই রাস্তা অবরোধ করে সন্ত্রাসী কায়দায় রাম দাঁ, বল্লম ও বাঁশের লাঠি ইত্যাদি দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হইয়া মারপিট করা ভিডিও ইলেকট্রনিক্স মিডিয়া প্রকাশিত হয়।
প্রতিবেশী জুয়েল মিয়া জানান সন্ত্রাসীরা পাশের এলাকায় প্রকাশ্যে গুড়াফিরা করতে দেখা যায় পুলিশ ধরতে পারেন না।
তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের বলেন এই ঘটনায় যারা জড়িত আছে তাদের সনাক্ত করা হয়েছে এবং গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে । কালামিন নিহত হওয়ার আগেই তারাকান্দা থানায় সাধারণ ডায়েরি যাহার জিডি নং ৬৪ তদন্ত করে বিজ্ঞ আদালতে প্রতিবেদনের জন্য প্রেরণ করা হয়। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে