আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য, শনিবার (১৮ নভেম্বর) বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে সাকিবের পক্ষে তার ব্যক্তিগত সহকারী ফর্মগুলো সংগ্রহ করেন।
মাগুরা-১, মাগুরা-২ এবং ঢাকা-১০ আসনের জন্য ফর্মগুলো সংগ্রহ করেছেন বলে জানাগেছে, বাংলাদেশের গণমাধ্যম দ্য ডেইলি স্টার এর মাধ্যমে।
সাকিবের ঢাকা–১০ আসনের মনোনয়ন ফর্ম সংগ্রহের বিষয়টি ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন আওয়ামী লীগের ঢাকা বিভাগের মনোনয়ন ফরম বিক্রির জন্য গঠিত কমিটির একজন সদস্য।
মাগুরা-১ ও মাগুরা-২ আসনে সাকিবের মনোনয়ন ফর্ম সংগ্রহের কাগজপত্র হাতে পাওয়ার কথা জানিয়েছে সংবাদমাধ্যমটি।