নভেল চৌধুরী, রংপুর জেলা প্রতিনিধি !
রংপুরে শিশু ধর্ষণ মামলার আসামী সোহেল রানাকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। রবিবার (১৯ নভেম্বর) দুুপুরে রংপুর নারী ও শিশু নির্যাতন দমন আদালত-২ এর বিচারক মোঃ রোকনুজ্জামান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আদালতে আসামী সোহেল রানা উপস্থিত ছিল। মামলা সূত্রে জানা যায়, পীরগাছা উপজেলার বিরাহিম কুটিয়ালপাড়া গ্রামের পঞ্চম শ্রেনীর ওই ছাত্রী প্রতিবেশী সুরুজ আলীর স্ত্রী মর্জিয়া বেগমের কাছে আরবি শিক্ষা গ্রহণ করতো। মর্জিয়া বেগমের ছেলে আসামী সোহেল রানা প্রায় ওই শিশুকে নানাভাবে উত্যক্ত করতো। ২০১৬ সালের পহেলা আগস্ট সকালে বাড়ি কেউ না থাকার সুযোগে আরবি পড়তে আসা ওই শিশুটিকে ঘরে নিয়ে গিয়ে জোর পূর্বক ধর্ষণ করে সোহেল। পরে শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে সোহেল পালিয়ে যায়। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে পীরগাছা থানায় সোহেল রানা ও রত্মা বেগমের বিরুদ্ধে মামলা দায়ের করে। তদন্ত শেষে পীরগাছা থানার এসআই কনক কুমার ২০১৭ সালের ২৮ ফেব্রæয়ারী দুই আসামীর নামে আদালতে চার্জশীট দাখিল করে। মামলায় ১২ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে রবিবার বিচারক আসামী সোহেল রানাকে দোষি সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও এক লাখ টাকা অর্থদন্ড প্রদান করেন। অন্যদিকে আসামী রত্মা বেগমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাশ প্রদান করা হয়।
নারী ও শিশু নির্যাতন দমন আদালত- ২ এর বিশেষ পিপি জাহাঙ্গীর হোসেন তুহিন বলেন, ১২ বছর বয়সী শিশুকে জোর করে ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করেছিল সোহেল। আদালত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যে রায় প্রদান করেছে তাতে আমরা সন্তুষ্ট। আসামী পক্ষের আইনজীবী জহিরুল ইসলাম বলেন, আমরা মক্কেল ন্যায় বিচার পায়নি, আমরা এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবো।