রিপন কান্তি গুণ, নেত্রকোনা জেলা প্রতিনিধি;
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কেন্দুয়া-তাড়াইল সড়কে হাঁসবোঝাই একটি পিকআপ ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার গভীর রাতে বারহাট্টা থেকে কেন্দুয়ার গগডা বাজারে যাওয়ার পথে বাট্টা কাচারি মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জেলার কেন্দুয়া উপজেলার কেন্দুয়া-তাড়াইল সড়ক দিয়ে বারহাট্টা থেকে হাঁসবোঝাই একটি পিকআপ ভ্যান কেন্দুয়ার গগডা বাজারে যাচ্ছিল। পিকআপটি উপজেলার কেন্দুয়া-তাড়াইল সড়কের বাট্টা কাচারি মোড় এলাকায় পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত গতিরোধ করে চালককে মারধর করার পর পিকআপটির সামনের অংশে আগুন ধরিয়ে দেয়। স্থানীয়রা টের পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নেভায়। এতে পিকআপের সামনের অংশ পুড়ে গেলেও হাঁসের কোনো ক্ষতি হয়নি।
পুড়ে যাওয়া পিকআপ ভ্যানের মালিক উপজেলার কান্দিউড়া গ্রামের মনসুর আহমেদ বলেন, ‘আমার পিকআপের চালক সুনু মিয়া কয়েকজন দুষ্কৃতিকারীকে চিনতে পেরেছে। ওরা স্থানীয় বিএনপি দলের রাজনীতির সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত।
গাড়িটি পুড়াতে চাইলে চালক সুনু তাদের অনুরোধ করে বলে, পিকআপ গাড়িটা কেন্দুয়ার আপনারা এটি পুড়বেন না। তবুও দুর্বৃত্তরা গাড়িটি পুড়িয়ে দিয়েছে। আমি এ ঘটনায় আইনি ব্যবস্থা নেব।’
এই বিষয়ে জানতে জেলা বিএনপির সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালীরসঙ্গে যোগাযোগ করতে মুঠোফোনে একাধিকবার চেষ্টা করলেও তার ফোনটি বন্ধ পাওয়া গেছে।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তবে এখনো কাউকে গ্রেফতার করা যায়নি।