সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নেই এক মাস দরে, দাপ্তরিক কাজের স্থবিরতা । দীর্ঘ এক মাস ধরে এ গুরুত্বপূর্ণ পদটি শূন্য থাকায় প্রশাসনিক কর্মকাণ্ডে নানাবিধ জটিলতা দেখা দিয়েছে। এ ছাড়া ওই উপজেলার সাধারণ মানুষকেও প্রতিনিয়ত দুর্ভোগে পড়তে হচ্ছে। প্রশাসনিক নানান জটিলতা দূর করতে দ্রুত ধর্মপাশা একজন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে পদায়ন করতে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের সুদৃষ্টি কামনা করেছেন উপজেলা বাসী।
উপজেলা প্রশাসন সুত্রে জানা গেছে, গত ১০ নভেম্বর উপজেলা নির্বাহী অফিসার মো. মুনতাসির হাসান অন্যত্র বদলি হয়ে চলে যাওয়ার পর থেকে এখন পর্যন্ত অন্য কোনো উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ধর্মপাশা ইউএনও হিসেবে কাউকে দায়িত্ব দেওয়া হয়নি।
তবে ধর্মপাশা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. অলিদুজ্জামন উপজেলা নির্বাহী কর্মকর্তার অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। প্রশাসনিক প্রধান হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা একটি গুরুত্বপূর্ণ পদ। প্রতিদিন নিজ দপ্তর ছাড়াও বিভিন্ন দপ্তরের নানা কাজ করতে হয় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে। সাধারণ মানুষও আসেন বিভিন্ন সমস্যা নিয়ে। এ জন্য গুরুত্বপূর্ণ এ পদটি শূন্য থাকায় উপজেলার প্রশাসনিক বিভিন্ন কাজে নানামুখী সমস্যা দেখা দেয়।
সুনামগঞ্জ জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বলেন, এ বিষয়ে সিলেট বিভাগীয় কমিশনারকে অবহিত করা হয়েছে। খুব শিগগির তিনি ধর্মপাশা উপজেলায় ইউএনও নিয়োগ দেবেন।