রিপন কান্তি গুণ, নেত্রকোনা জেলা প্রতিনিধি;
নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুরে কাউসার মিয়ার (৩৬) বসত ঘরে অভিযান চালিয়ে খাটের নিচে লুকানো ভারত থেকে চোরাই পথে আসা ১৪ বোতল নিষিদ্ধ ভারতীয় মদ উদ্ধার করে পুলিশ। তখন মাদক কারবারের সাথে জড়িত থাকায় কাউসার মিয়া ও তার স্ত্রী কেও আটক করা হয়।
দুর্গাপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চকলেঙ্গুরা গ্রামের রবিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে ১৪ বোতল নিষিদ্ধ ভারতীয় মদউদ্ধারসহ তাদের আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন: স্বামী কাউসার মিয়া (৩৬) ও স্ত্রী সনিয়া (২৭)।
পুলিশের তথ্যসূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সন্ধ্যায় উপ-পরিদর্শক (এসআই) লিটন মিয়ার নেতৃত্বে পুলিশ ফোর্স উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চকলেঙ্গুরা গ্রামের একটি বাড়িতে অভিযান চালায় পুলিশ। পরে সেই বাড়ির বসত ঘরে তল্লাশি করে খাটের নিচ থেকে (১৪ বোতল) ভারতীয় মদ উদ্ধার করা হয় এবং মাদক কারবারের সাথে জড়িত স্বামী-স্ত্রীকে আটক করে থানা হেফাজতে আনা হয়েছে। তারা ভারত থেকে চোরাইপথে নিষিদ্ধ ভারতীয় মদ এনে নিজেদের বাড়িতে রেখে তা জায়গায় বিক্রি করতো বলে জনায় পুলিশ।
এ ব্যাপারে দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) লিটন মিয়া বলেন, এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে। পরবর্তীতে আটক ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হবে।