ধর্মপাশা( সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগরে রবিবার বিকালে চামরদানী ইউপির জনতা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করে এবং উৎসবমুখর পরিবেশে ভোট দিয়ে নাগরিক দায়িত্ব পালনে অফিসার ইনচার্জ এর আহব্বান
অদ্য ৩১/১২/২০২৩ইং তারিখ, মোহাম্মদ এমরান হোসেন, অফিসার ইনচার্জ, মধ্যনগর থানা এবং বিট অফিসার এসআই(নিঃ) সুবাস চন্দ্র বর্মন, মধ্যনগর থানা, এএসআই ফরিদ এর উপস্থিতিতে মধ্যনগর থানাধীন ৩নং চামারদানী ইউনিয়নের অর্ন্তগত জনতা বাজারে স্থানীয় ইউপি সদস্য, বাজার কমিটির সভাপতি সহ বিভিন্ন শ্রেনীপেশার লোকজনদের নিয়ে বিট পুলিশিং সভা করা হয়। উক্ত সভায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদান করে নাগরিক দায়িত্ব পালন করা, নির্বিঘ্নে এবং উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করা সহ গুজবে কান না দেওয়া, মাদক, জুয়া, ইভটিজিং, সন্ত্রাসী ও জঙ্গীবাদ বিরোধী, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিমূলক আলোচনা করা হয়। উক্ত সভায় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ সহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।