শহিদুল ইসলাম জি এম মিঠন,নওগাঁ
নওগাঁর বদলগাছীতে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ছলিম উদ্দীন তরফদার এমপি’র [ ট্রাক প্রতীকের] পক্ষে ভোট কিনতে গিয়ে নওগাঁর বদলগাছী কৃষি অফিসের কর্মচারী সহ ৩ জন জনতার হাতে আটক হয়েছেন। আটককৃত ৩ জনকে ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিন বিনাশ্রম কারাদণ্ড দেন সহকারী কমিশনার (ভূমি) ও ক্ষমতা প্রাপ্ত ম্যাজিষ্ট্রেট আতিয়া খাতুন।
কারাদণ্ড প্রাপ্তরা হলেন, নওগাঁর বদলগাছী কৃষি অফিসের নৈশ্য প্রহরী ও বিলাশবাড়ি ইউনিয়নের ভগবানপুর গ্রামের মৃত ইয়াছিন আলীর ছেলে মোঃ স্বাধীন হোসেন (৪৩), একই ইউনিয়নের কাশিমালা গ্রামের মৃত মফিজ মন্ডলের ছেলে ফুলবর [৫৩ ]ও দিপগঞ্জ হলুদবিহার গ্রামের মৃত মকবুলের ছেলে মোঃ মন্জু [৫৪]
স্থানীয় সূত্রে জানা যায়, আটককৃতরা শনিবার দিবাগত রাত সারে ৯টারদিকে বদলগাছী সদর ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান আব্দুস সালামের বাড়ি থেকে বের হয়ে আসার সময় উপজেলার চাকরাইল নিমতলী এলাকায় পৌঁছালে তাদের সন্দেহ বশত আটক করেন জনতা। এক পর্যায়ে জনগণের সামনে তাদের দেহ তল্লাশি করে ১৫ হাজার টাকা পায়। এসময় উপস্থিত জনতার মধ্যে কেউ কেউ ফেইসবুক লাইভ করেন। যা মহূর্তের মধ্যে এলাকায় ভাইরাল হয়ে যায়। এ সংবাদ পেয়ে বদলগাছী থানার সহকারি কমিশনার (ভূমি) ও ক্ষমতা প্রাপ্ত ম্যাজিস্ট্রেট আতিয়া খাতুন রাতেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ঐ ৩ জনকে ১৫ দিনের কারাদণ্ড দেন।
সত্যতা নিশ্চিত করে বদলগাছী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আতিয়া খাতুন বলেন, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তারা সত্যতা স্বীকার করলে দন্ডবিধি ১৮৬০ অনুসারে তাদের ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অপরদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বদলগাছী থানার অফিসার ইনচার্জ দৈনিক দেশবাংলা প্রতিদিন কে জানান, সাজাপ্রাপ্ত ৩ জনকে রাতেই থানা হেফাজতে দেওয়া হয়েছে।