নড়াইলের লোহাগড়া উপজেলায় তেলবাহী ট্রাকের ধাক্কায় আশরাফ আলী (৪২) নামে এক মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরে লোহাগড়া উপজেলাধীন বসুপটি বাস স্টান্ড এলাকার যশোর-কালনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আশরাফ আলী (৪২) যশোর চিত্তরঞ্জন রোড এলাকার হাসেম তালুকদার এর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানান লোহাগড়ার দিক থেকে নড়াইলের দিকে যাচ্ছিলেন মটরসাইকেল আরোহী আসরাফ আলী, প্রতিমধ্যে বসুপটি বাস স্টান্ড এলাকায় পৌছালে পেছন দিক থেকে আসা তেলবহি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয় এবং মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ এসে লাশ উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে প্রেরণ করেন।
এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতের পরিবার কে খবর দেয়া হয়েছে। আইনি পক্রিয়া শেষে লাশ পরিবারের লোকজনদের নিকট হস্তান্তর করা হবে।