রিপন কান্তি গুণ, নেত্রকোনা জেলা প্রতিনিধি;
নেত্রকোনার মদন উপজেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক মহন চৌধুরীর (৪৬) উপর মাঘান ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জামাল পাশা সহ তার লোকজনের বিরুদ্ধে হামলার অভিযোগ পাওয়া গেছে।
আজ (১৭ জানুয়ারি)বুধবার সকাল ৯টার দিকে উপজেলা জয়বাংলা বাজারে এ হামলার ঘটনা ঘটে।
উপজেলার জয়বাংলা বাজারে প্রত্যক্ষদর্শী লোকজন মারফত জানাযায়, যুবলীগের সাধারণ সম্পাদক জামাল পাশার বিরুদ্ধে জমি সংক্রান্ত মামলা চলমান অবস্থায় আছে। জামাল পাশা সকালে বাজারে আসলে বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক মোহন চৌধুরী মোবাইলে জামাল পাশার ছবি উঠায়, ছবি উঠানোর সময় জামাল পাশা তা দেখে তাকে ছবি উঠাতে নিষেধ করেন। পরে তাদের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে দু’পক্ষের লোকজনের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে।
এ বিষয়ে উপজেলা বিএনপি কৃষি বিষয়ক সম্পাদক মোহন চৌধুরী বলেন, জামাল পাশার বিরুদ্ধে জমি সংক্রান্ত ও নারী ধর্ষণ সহ একাধিক মামলা রয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে তার সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে জামাল পাশা (৪০), কামাল (৩৫) ও জামালের ভাতিজা বিষ্টু মিয়া (৩০) সহ তার সহযোগীরা লোহার রড ও বাঁশ দিয়ে আমার উপর অতর্কিত হামলা চালিয়ে আমাকে মারধর শুরু করে।
এ ঘটনা সম্পর্কে উপজেলা মাঘান ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক জামাল পাশা জানান, মোহন চৌধুরী ও তার ভাই কায়কোবা চৌধুরীর পরামর্শে এলাকার কয়েকজন আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করে। মোহন চৌধুরী পরিকল্পিতভাবে আমাকে গ্রেফতার করার জন্য মোবাইল ক্যামেরা দিয়ে আমার ছবি উঠিয়ে বিভিন্ন প্রশাসনের কাছে পাঠান।
তিনি আরও বলেন, মোহন কেন আমার ছবি মোবাইলে উঠিয়েছে? এ কথা জিজ্ঞেস করায় সে আওয়ামীলীগ দল নিয়ে গালাগালি শুরু করে। পরে এক পর্যায়ে তার সাথে হাতাহাতির ঘটনাটি ঘটেছে।
এ বিষয়ে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জল কান্তি সরকার ঘটনা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।