সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের সাভারীপাড়া হতে ৬৫ পিস ইয়াবাসহ শনিবার রাত সাড়ে দশটায় এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মধ্যনগর থানা পুলিশ ।
গ্রেফতারকৃত প্রনয়ন তালুকদার (৩৫) উপজেলার সাভারীপাড়া গ্রামের প্রবোধ তালুকদারের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১০:৩০ মিনিটে চামারদানী ইউপির একতা উচ্চ বিদ্যালয়ের পশ্চিমপাশ হতে প্রনয়ন তালুকদারকে ৬৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। যার আনুমানিক মূল্য উনিশ হাজার পাঁচশত টাকা।