রিপন কান্তি গুণ, নেত্রকোনা সিনিয়র জেলা প্রতিনিধি;
নেত্রকোনার সীমান্তবর্তী এলাকা কলমাকান্দায় উপজেলা যুবলীগের সহ-সভাপতি মো. শরীফ মাহমুদ সুমনকে (৪৭) ইয়াবা ও নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের মনতলা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। আজ শুক্রবার তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।
আটক হওয়া শরীফ মাহমুদ সুমন (৪৭)কলমাকান্দা উপজেলা যুবলীগের সহ-সভাপতি এবং উপজেলার সদর ইউনিয়নের মনতলা গ্রামের প্রয়াত সাহেব আলীর ছেলে।
পুলিশ জানিয়েছে, সুমন একজন পেশাদার মাদক কারবারি। তার বিরুদ্ধে থানায় চারটি মাদকের মামলা রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল মনতলা এলাকায় অভিযান পরিচালনা করে। সন্দেহ হওয়ায় মনতলা সড়কের কালীমন্দিরের সামনে শরীফ মাহমুদ সুমনকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ৩৫ পিস ইয়াবা ও ৪৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় তার সাথে থাকা মাদক বিক্রির ৪ হাজার ১৫০ টাকা জব্দ করা হয়।
পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সুমন তার রাজনৈতিক প্রভাব খাটিয়ে মাদকের কারবার করে আসছে।
নাম প্রকাশ না করার শর্তে মনতলা গ্রামের সুমনের প্রতিবেশী এক যুবক জানান, সুমনের ডুপ্লেক্স বাড়িটি মাদকের টাকায় বানানো। রাজনৈতিক প্রভাব ও উপর মহলে সুনজরে থাকায় নামকরা মাদক কারবারি হলেও সুমন ধরাছোঁয়ার বাইরে ছিলেন।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক জানান, আটককৃ শরীফ মাহমুদ সুমন একজন চিহ্নিত মাদক কারবারি। এই অভিযোগে তার বিরুদ্ধে থানায় আরও চারটি মামলা রয়েছে।
আটক হওয়া কলমাকান্দায় উপজেলা যুবলীগের সহ-সভাপতি মো. শরীফ মাহমুদ সুমন