রিপন কান্তি গুণ, নেত্রকোনা সিনিয়র জেলা প্রতিনিধি;
নেত্রকোনা পৌর শহরের আঞ্জুমান স্কুলের সামনে মুক্তারপাড়া এলাকায় প্রধান সড়ক পার হতে গিয়ে পিকআপ ভ্যানের চাপায় আব্দুল গণি (৫৭) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন।
শনিবার (২৭ জানুয়ারি) রাতে শহরের মুক্তারপাড়া এলাকায় আঞ্জুমান সরকারি উচ্চ বিদ্যালয়ের মূল ফটকের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল গনি নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তিনি সদর উপজেলার মেদনী ইউনিয়নের নিশ্চিতপুর গ্রামের বাসিন্দা ও মৃত মফিজ উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানাগেছে, নিহত স্কুল শিক্ষক আব্দুল গনি রাতে শহর থেকে বাজার শেষে বাড়ি ফিরছিলেন। পথে আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনের সড়ক পার হওয়ার সময় স্থানীয় মেছুয়া বাজার থেকে ময়মনসিংহগামী একটি মিনি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দিলে তিনি মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম (পিপিএম) এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘লাশ হাসপাতালের মর্গে রয়েছে। ঘাতক পিকআপ ভ্যানটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তবে দুর্ঘটনার পর চালক পালিয়ে যায়। এ ব্যপারে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।