মাগুরা-মহাম্মদপুর সড়কে মোটরসাইকেল এক্সিডেন্টে এক প্রধান শিক্ষক নিহত হয়েছে।
বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, দুপুর ০২:১৫ মিনিটের সময় মাগুরা-মহম্মদপুর সড়কের কাজীর রাস্তার সামনে থেকে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে মারাত্ত্বক আহত হন দীঘা ইন্তাজ মোল্লা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মহম্মদপুর উপজেলা সদরের রাজবাড়ি এলাকার বাসিন্দা মোঃ ইউনুছ আলী। পরে স্থানীয় লোকজন তাকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা দেন।