জেলার মাগুরার শ্রীপুরে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান শরিয়তউল্লাহ হোসেন মিয়া রাজনকে গণ সংবর্ধনা দিয়েছেন শ্রীপুর সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ড হোগলডাঙ্গা গ্রামবাসী।
সম্প্রতি ৮ মে মাগুরা জেলার শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিয়তউল্লাহ হোসেন মিয়া রাজনকে সংবর্ধনা দেওয়া হয়।। বিকেলে হোগলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে গোপালপুর, চন্দ্রপাড়ার, হোগলডাঙ্গা ও কল্যাণপুরসহ ৪ গ্রামের শতশত জনগণ প্রিয় নেতাকে সংবর্ধনা প্রদান করেন। তাদের অকৃত্রিম ভালবাসা ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন তিনি।
নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান শরিয়তউল্লাহ হোসেন মিয়া রাজন নির্বাচন শেষ হতে না হতেই সাধারণ ভোটার ও ভক্তবৃন্দের মন জয় করতে সক্ষম হয়েছেন। দীর্ঘদিন পর সাধারণ ভোটাররা এবার দলীয় প্রতীক ছাড়া মন খুলে ইচ্ছামত তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে তাহারা নিজেদেরকে ধণ্য মনে করছেন। বিজয়ের উল্লাসে আত্মহারা হয়ে এলাকার মানুষ সমানতালে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানকে মিষ্টিমুখ করানো, ফুলের মালা পড়ানো এমন কি অনুষ্ঠান করে গণসংবর্ধনা প্রদান করা হচ্ছে।
হোগলডাঙ্গা গ্রামের বাহাদুর বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান শরিয়তউল্লাহ হোসেন মিয়া রাজন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা কৃষকলীগের সভাপতি নজরুল ইসলাম মোল্যা, ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সজল লস্কর, প্রবীন প্রাক্তন শিক্ষক মফিজুল ইসলাম, যুবলীগ নেতা খান তৈয়েবুর রহমান, গোপালপুর গ্রামের বিশিষ্ট সমাজসেবক কাজী নজরুল ইসলাম, উপজেলা মৎস্যজীবিলীগের আহবায়ক চঞ্চল বিশ্বাসসহ আরোও অনেকে।