কাশেম আহমেদ, মাগুরা জেলা প্রতিনিধি;
মাগুরা জেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান মিলনায়তনে ২জুন ২০২৪ তারিখ দুপুর ২ টায় জেলা
প্রশাসন কর্তৃক মাগুরা জেলার (৯৯ টি) কমিউনিটি ক্লিনিকে উন্নত চিকিৎসা উপকরণ বিতরণ, মা ও শিশু কর্নার স্হাপন এবং
বৃক্ষ রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আব্দুল কাদের এর সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ, বিশেষ অতিথি হিসাবে
উপস্থিত ছিলেন যাথাক্রমে, মাগুরা জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ শামীম কবির, জেলা অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম
মোবাশ্বের হোসেন, মাগুরা জেলা আওয়ামী লীগ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ, ফ, ম আব্দুল ফাত্তাহ ও মাগুরা ২৫০ শয্যা
বিশিষ্ট হাসপাতালের তত্তাবধায়ক, মোঃ মোহসিন উদ্দিন ফকির। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাগুরা জেলার ৪ উপজেলার
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বৃন্দ এবং ৪ উপজেলা নির্বাহী অফিসার বৃন্দ সহ স্বাস্থ্য সেবায় কর্মরত কর্মকর্তা ও কর্মচারী
বৃন্দ। প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ বলেন, “জনগনের দ্বার প্রান্তে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে সরকার
বদ্ধ পরিকর। এখন শুধু আপনাদের আন্তরিকতা দরকার। আন্তররিক ভাবে কাজ করলে আমরা একদিন সরকারের
পরিকল্পনাকে বাস্তবে প্রমান করতে পারবো এবং সফল হবো। আমাদের মাঝে যে সংশয় বা অনিশ্চয়তা কাজ করে তার থেকে
বের হয়ে আসতে হবে। আজকে ভালো একটি কাজের মাধ্যমে সবাই সম্পৃক্ত হওয়ায় আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে
ধন্যবাদ। একজন জেলা প্রশাসক হিসেবে বাংলাদেশে আমার এই আয়োজন প্রথম তাই আমি আসা করছি আমদের দেখাদেখি
অথ্যাৎ মাগুরা জেলাকে অনুসরন করে সবাই এই কাজে এগিয়ে আসবে।” শেষে তিনি ৯৯ টি কমিউনিটি ক্লিনিকের সি এস
সিপিদের মাঝে উন্নত চিকিৎসা উপকরণ বিতরণ এবং বৃক্ষ রোপণ কাজের উদ্বোধন করেন।