মনোয়ার বাবু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাট হয়ে সীমান্তবর্তী হিলির সাথে চলছে মহাসড়ক নির্মাণ কাজ। একই সাথে চলছে নতুন নতুন ব্রীজ তৈরি কাজও। চলাচলের জন্য ব্রীজের পাশ দিয়ে তৈরি করা হয়েছে অস্থায়ী রাস্তা। আর এতেই রাতে -দিনের টানা বৃষ্টিতে তৈরি হয়েছে জলাবদ্ধতা। হুমকির মুখে কয়েক গ্রামের কাঁচা-পাকা বাড়ি, ডুবে গেছে পুকুর ও কয়েকশো হেক্টর জমি।পরে মঙ্গলবার (৪ জুন) স্থানীয়দের মাধ্যমে জানার পর অস্থায়ী এসব রাস্তা কেটে দিয়ে পানি চলাচলের ব্যবস্থা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম ও ৪নং ইউনিয়ন চেয়ারম্যান আসাদুজ্জামান ভুট্টো।ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, উপজেলার খুদখর এলাকার কয়েকটি গ্রামের মানুষ বৃষ্টির পানির কারণে ঘর বন্দী হওয়াসহ ওই এলাকার কয়েক ব্যক্তির পুকুরের মাছ পানিতে ভেসে গেছে এমনকি তলিয়ে যাওয়ার উপক্রম হয়েছে কয়েক’শো হেক্টর জমি। এমন খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে কর্তব্যরত রাস্তার কাজ পাওয়া কর্তৃপক্ষকে ডেকে তৎক্ষণাত ভ্যাকু দিয়ে পানি চলাচলের ব্যবস্থা করা হয়। এতে রক্ষা পায় কাঁচ-পাকা বাড়ি এবং কয়েক’শো হেক্টর জমি। পরবর্তীতে যাতে এসব জায়গা দিয়ে পানি নির্বিগ্নে প্রবাহিত হতে পারে সেই কর্তৃপক্ষকে রিং বসানোর জন্য বলা হয়।