• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ০৭:৪১ অপরাহ্ন
  • [কনভাটার]
সর্বশেষ খবর
সাংবাদিক তুহিনের পরিবারের পাশে গাজীপুর সিটি করপোরেশন। দোহারে আন্তঃজেলা ডাকাত সর্দার কালা রমজানসহ ২ ডাকাত গ্রেপ্তার আন্তর্জাতিক ফুটবলে খেলার যোগ্যতা অর্জন করলো বিকেএসপি  জামায়াত ক্ষমতায় গেলে এদেশের মানুষকে একটি কল্যাণ রাষ্ট্র উপহার দিবে – আল হেলাল তালুকদার নেত্রকোনায় ১ লাখ ৩৫ হাজার ৯ শত হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ আমন আবাদে ব্যস্ত কৃষকরা গাজায় ত্রাণের পথে অন্তত ১,৭৬০ ফিলিস্তিনি নিহত: জাতিসংঘ। সুনামগঞ্জে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত মধ্যনগরে ১৭ লাখ টাকার ভারতীয় মোবাইল ফোন জব্দ করলো বিজিবি নেত্রকোণায় বিকাশ কর্মী রিজন হত্যার বিচার দাবিতে বিক্ষোভ ও মানব বন্ধন অনুষ্ঠিত আজমিরীগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন।
বিশেষ খবর
কলমাকান্দা ব্যবসায়ী মালিক সমিতির নতুন আহবায়ক কমিটি গঠন ফিল্মি স্টাইলে শিক্ষককে তুলে নিয়ে মাথা ফাটাল ছাত্রদল” শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন  অনুপ্রবেশকারী ও সুবিধাভোগীদের বিএনপিতে স্থান হবে না আনিসুজ্জামান বাবু নেত্রকোনায় জাতীয় পরিচয়পত্র (NID) সেবা নির্বাচন কমিশনের অধীনে রাখার দাবিতে মানব-বন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত ডিসেম্বর অথবা জানুয়ারিতে জাতীয় নির্বাচন আ.লীগের নিবন্ধন থাকবে কিনা, যা বললেন সিইসি নির্বাচন সংশ্লিষ্টদের পেশাদারত্বের সঙ্গে কাজ করতে হবে : সিইসি সংসদ নির্বাচনকে সামনে রেখে কাজ করছে ইসি: সিইসি ব্রাহ্মণবাড়িয়ায় ১০ বছর পর সম্মেলন ঘিরে বিএনপির ব্যাপক প্রস্তুতি ষড়যন্ত্র রুখে ঐক্যবদ্ধ থেকে নির্বাচন আদায় করতে হবে: রুমিন ফারহানা
আন্তর্জাতিক ডেস্ক / ১৩৩ জন দেখেছেন
আপডেটঃ বুধবার, ৫ জুন, ২০২৪

ভারতের লোক সভা নির্বাচন আবারো মোদি

ছবি: রাহুল গান্ধী ও নরেন্দ্র মোদি

ভারতের ৫৪৩টি আসনের মধ্যে একটি আসন ছাড়া সবগুলো আসনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেছে দেশটির প্রধান নির্বাচন কমিশন।গেলো মঙ্গলবার (৪ জুন) গভীররাতে ভারতের নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে ফলাফল।ওয়েবসাইটির ফলাফলের ভিত্তিতে জানা যায় ৫৪২টি আসনের মধ্যে ২৪০টিতে জয় পেয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) বর্তমানে ক্ষমতাশীল নরেন্দ্র মোদির সমর্থিত পার্টি । আর ভারতের প্রধান বিরোধীদল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পেয়েছেন ৯৯টি আসন।
বাকি অন্যান্য দল গুলোর মধ্যে তৃণমূল কংগ্রেস পেয়েছেন ২৯টি আসন।

সমাজবাদী পার্টি (এসপি)পেয়েছেন ৩৭টি আসন,তেলেগু দেশম পার্টি (টিডিপি)পেয়েছেন১৬টি,আসন। ডিএমকে পার্টি পেয়েছেন২২টিআসন।জনতা দল (জেডি-ইউ) পার্টি পেয়েছেন ১২টি,আসন,শিবসেনা (এসএইচএস) পার্টি পেয়েছেন ০৯আসন।ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপিএসপি) পেয়েছেন ০৭টি আসন,। শিবসেনা (উদ্ভব) পার্টি পেয়েছেন ০৯ আসন,জনশক্তি পার্টি (রাম বিলাস)পেয়েছেন ০৫টি আসন। ০৪ আসনে জয় পেয়েছে কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্ক্সিস্ট)- সিপিআই এম ওয়াইএসআরসিপি ও রাষ্ট্রীয় জনতা দল আরজেডি। আম আদমি পার্টি, ঝাড়খন্ড মুক্তি মোর্চা (জেএমএম) ও ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ (আইইউএমএল) তিনটি করে আসন পেয়েছে। কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া [ সিপিআই], কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া [মার্ক্সিস্ট–লেনিনিস্ট] [লিবারেশন]–সিপিআই [এমএল এল] জনতা দল-জেডি [এস], জম্মু অ্যান্ড কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স [জেকেএন] রাষ্ট্রীয় লোক দল [আরএলডি] জনসেনা পার্টি [জেএনপি] ও ভিসিকে ০২ করে আসনে জয় পেয়েছে।

এদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লোকসভার সদস্য নির্বাচিত হয়েছেন ০৭ জন। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর তথ্যমতে, ঘোষিত ফল অনুযায়ী বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স–এনডিএ জোটের মোট আসনসংখ্যা দাঁড়িয়েছে ২৮৬টি। অপর দিকে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের মোট আসনসংখ্যা হয়েছে ২০১টি।
যে আসনটির ফল এখনো ঘোষণা করা হয়নি ,সেদিকে এগিয়ে আছে শারদ পাওয়ারের এনসিপিএসপি। এই দলটিও ইন্ডিয়া জোটের সঙ্গে রয়েছে। আসনটি তারা পেলে বিরোধী এই জোটের আসন সংখ্যা হবে ২০২টি।
এর আগে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি এককভাবে ৩০৩ আসনে জয় পেয়েছিল। সেবার বিজেপির নেতৃত্বাধীন জোট এনডিএ ৩৫২ আসনে জয় পায়।

এবার বিজেপি সবচেয়ে বেশি আসন পেলেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন পায়নি। সে ক্ষেত্রে এনডিএ জোট শরিকদের ওপর নির্ভর করতে হবে বিজেপিকে। গত নির্বাচনে কংগ্রেস এককভাবে পেয়েছিল ৫২টি আসন। আর কংগ্রেস নেতৃত্বাধীন তৎকালীন ইউপিএ জোট পেয়েছিল ৯৪ আসন।
লোকসভার মোট ৫৪৩ আসনের মধ্যে সরকার গঠনের জন্য প্রয়োজন হয় ২৭২ আসন। সে ক্ষেত্রে বিজেপি তার জোটসঙ্গীদের নিয়ে সরকার গঠন করতে পারবে। তবে জোটসঙ্গীদের মধ্যে বেশি আসন পাওয়া দলগুলো বিরোধী শিবিরে গেলে চিত্র অন্য কিছু হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিষয়ের আরও খবর
August 2025
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

Categories