শান্ত,শীতল, সবুজ মন বৃক্ষ মোদের আপনজন- এই উক্তিকে গুরুত্ব দিয়ে মাগুরা জার্নালিষ্ট নেটওয়ার্কের আয়োজনে ৮ জুন শনিবার মাগুরা শিবরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এক বৃক্ষ রোপণ কর্মসূচীর আয়োজন করা হয়।মাগুরা জার্নালিষ্ট নেটওয়ার্ক এর আহবায়ক রবীন শামস্ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে মাগুরা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইটি ) মোঃ রোকনুজ্জামান,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আমিরুল ইসলাম, শিবরামপুর স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক প্রকাশ চন্দ্র সাহা,শিবরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়েশা আক্তার প্রমূখ। প্রধান অতিথি মোহাম্মদ আবু নাসের বেগ বলেন,”আমাদের দেশে যে পরিমাণ গাছ থাকার কথা তা নেই।প্রয়োজনের তুলনায় জায়গাও খুব কম।তাই ছাদ বাগান করে সেই ঘাটতিটুকু পোষাতে হবে। আর আমি সেই কাজটুকুই করে দেখিয়েছি এবং মাগুরা জেলাকে সর্বোচ্চ উচ্চতায় নিয়ে গিয়েছি। এজন্য দরকার মনমানসিকতা ও সঠিক প্লান।আজকে দেখলাম, সংবাদিকরাও পারে,আজকের এই গাছ লাগানোর প্লান তাদের কাছ থেকেই এসেছে।আমি মাগুরাকে যেভাবে উঁচুতে উঠিয়েছি তা ধরে রাখা এখন সবার দায়িত্ব। আমি সব সময় মাগুরাকে নিয়ে চিন্তা করি।আমি যতক্ষন মাগুরায় থাকবো ততোক্ষন সর্ব্বোচ্চটা দিবো।একটি গাছ পরিবেশের সোপান। আমরা প্রত্যেকে যে যার অবস্হান থেকে উন্নয়নে পাশে থাকবো। প্রত্যেক শিক্ষার্থী ১টি করে গাছ লাগবে এবং আমরা বড়রা ৩ টি করে গাছ লাগাবো।এভাবে মাগুরাকে একটা সবুজ বনায়ণের মাধ্যমে উচ্চতায় নিয়ে গেলে পরর্বতী প্রজন্ম আর নিচে নামতে পারবেনা। শিক্ষা খাতেও মাগুরার যথেষ্ট উন্নতি হয়েছে এখন আমাদের কাজ হবে এই উন্নয়নকে ধরে রেখে সামনে এগিয়ে যাওয়া।” শেষে শিক্ষক ও সাংবাদিকদের সাথে নিয়ে তিনি স্কুল আঙ্গিনায় নতুন করে গাছ রোপণ করেন এবং প্রত্যেক শিক্ষার্থীর হাতে বিভিন্ন প্রকারের গাছ তুলে দেন।