গোলাম সারোয়ার, ব্রাহ্মণবাড়িয়া ব্যুরো প্রধানঃ
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মান কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
দেশের প্রতিটি জেলা ও উপজেলায় দৃষ্টিনন্দন ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করছে সরকার।
সোমবার (১০ জুন) সকাল সাড়ে ১১ টায় আশুগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের পাশে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামল চন্দ্র বসাকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মডেল মসজিদের নির্মান কাজের ভিত্তি প্রস্তরের শুভ উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মঈন উদ্দিন ।এটাই হচ্ছে বিশ্বে প্রথম কোনো সরকারের একই সময়ে এত বিপুলসংখ্যক মসজিদ নির্মাণের ঘটনা। এর মধ্য দিয়ে ইসলামকে পুরোপুরি জানার ফলে ধর্মান্ধতা, উগ্রতা ও জঙ্গিবাদে জড়িয়ে পড়ার ঘটনা কমে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন আলেম-ওলামারা।আরব বিশ্বের মসজিদ কাম ইসলামিক কালচারাল সেন্টারের আদলে এসব মসজিদ নির্মাণ করা হচ্ছে।আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত সুবিশাল এসব মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কমপ্লেক্সে নারী ও পুরুষের আলাদা অজু ও নামাজ আদায়ের সুবিধা, লাইব্রেরি, গবেষণাকেন্দ্র, ইসলামিক বই বিক্রয়কেন্দ্র, কোরআন হেফজ বিভাগ, শিশু শিক্ষা, অতিথিশালা, বিদেশি পর্যটকদের আবাসন, গবেষণাকেন্দ্র, ইসলামিক বই বিক্রয়কেন্দ্র, কোরআন হেফজ বিভাগ, শিশু শিক্ষা, অতিথিশালা, বিদেশি পর্যটকদের আবাসন, মৃতদেহ গোসলের ব্যবস্থা, হজযাত্রীদের নিবন্ধন ও প্রশিক্ষণ, ইমামদের প্রশিক্ষণ, অটিজম কেন্দ্র, গণশিক্ষাকেন্দ্র ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্র থাকবে।এছাড়া ইমাম-মুয়াজ্জিনের আবাসনসহ সাংস্কৃতিক কেন্দ্রে কর্মকর্তা-কর্মচারীদের জন্য অফিসের ব্যবস্থা এবং গাড়ি পার্কিংয়ের সুবিধা রাখা হচ্ছে।গণপূর্ত অধিদপ্তর ও ইসলামিক ফাউন্ডেশনের বাস্তবায়নে ও ঠিকাদারি প্রতিষ্ঠান মোহাম্মদ ইউনুস এন্ড ব্রাদার্সের নির্মানকাজের সহযোগিতায় ২০০০০ বর্গফুট জায়গার ওপর প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে ৩ তলা এই মসজিদ স্থাপন করা হবে। ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে এ নির্মাণ কাজ সম্পন্ন হবে।অনুষ্ঠান শেষে এম,পি মো. মঈন উদ্দিন বলেন, সরকার সকল উন্নয়ন কাজ করে যাচ্ছে। আমরা এগোলে বাংলাদেশ এগোবে ,এসময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সাকিউল আলম, শরীফপুর ইউপি চেয়ারম্যান সাইফউদ্দিন চৌধুরী, তালশহর ইউপি চেয়ারম্যান মো. সোলাইমান সেকান্দর, আশুগঞ্জ উপজেলা প্রকৌশলী পৃথুল ভৌমিক, আশুগঞ্জ থানার পরিদর্শক(তদন্ত) তরুন দে প্রমুখ।