ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে স্থানীয় সরকার এর বরাদ্দকৃত অর্থে মহিলা গ্রাম পুলিশ সদস্যদের বিনামূল্যে সাইকেল বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার(১৩ জুন) বিকেলে আশুগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার বিভিন্ন গ্রামের ১৫ জন মহিলা গ্রাম-পুলিশ বিনামূল্যে ১৫ টি বাইসাইকেল বিতরণ করা হয়।উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামল চন্দ্র বসাকের সভাপতিত্বে সাইকেল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: জয়নাল আবেদীনসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।