রিপন কান্তি গুণ, নেত্রকোনা প্রতিনিধি: সঞ্চালন পাইপে ত্রুটির কারণে ময়মনসিংহ ও নেত্রকোনা জেলা শহরের তিতাস গ্যাস গ্রাহকদের গ্যাস সরবরাহ অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ হয়ে গেছে। এতে চরম ভোগান্তিতে পড়ছেন গ্রাহকরা।
আজ (২৫ জুন) মঙ্গলবার সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ তিতাস গ্যাস অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ডিজিএম সুরঞ্জিত দে।
তিনি জানান, গতকাল (২৪ জুন) সোমবার রাত ১১টা থেকে গ্যাস সঞ্চালন পাইপে ত্রুটির কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
এর আগে, সোমবার সকালে ডিফেং ইকোনমিক জোনে চীনের একটি কোম্পানির ভবনে নির্মাণকাজের পাইলিং করতে গেলে গ্যাস লাইনে আঘাত লাগে। এতে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার নারায়ণপুর গ্রামে ঢাকা-ময়মনসিংহ তিতাস গ্যাস সঞ্চালন পাইপ ছিদ্র হয়ে যায়। ফলে ছিদ্র দিয়ে গ্যাস বের হতে থাকায় গতরাত থেকে দুই জেলায় গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়।
তিতাস গ্যাস কোম্পানি ময়মনসিংহের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) প্রকৌশলী কাজী মোহাম্মদ সাইদুল হাসান জানান, গতকাল সোমবার সকাল সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। দিনভর গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখা হলেও মেরামত কাজের জন্য রাত ১১টার পর গ্যাসলাইনে সরবরাহ বন্ধ করা হয়েছে।
আজ (২৫ জুন) মঙ্গলবার বিকেল নাগাদ মেরামতের কাজ শেষে গ্যাস সরবরাহ স্বাভাবিক করার আশা করছে কর্তৃপক্ষ। গ্যাস সরবরাহ বন্ধ থাকায় আবাসিক গ্রাহকদের পাশাপাশি বাণিজ্যিক গ্রাহক ও সিএনজি পাম্পগুলো গ্যাস পাচ্ছে না।
ময়মনসিংহ তিতাস গ্যাস অফিসের ম্যানেজার হিমটন পাল বলেন, লিকেজ সরানোর জন্য আমাদের টিম সোমরাত রাত থেকে চেষ্টা করছে। সংশ্লিষ্টদের নিরাপত্তার জন্য সম্পূর্ণ গ্যাস শূন্য হওয়ার পর কাজ শুরু করতে হয়। সেই নিয়ম অনুসারে আমরা কাজ করছি। দ্রুত সময়ের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে পারব বলে আশা করছি।
তিনি আরও বলেন, উচ্চক্ষমতাসম্পন্ন সরবরাহ লাইনটি মেরামত শেষ করতে সন্ধ্যা হয়ে যেতে পারে। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে সরবরাহ লাইন চালু হবে। লাইনটি ফেটে কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা এখনো নিরূপণ করা সম্ভব হয়নি।
গতরাত থেকে গ্যাসলাইনে সরবরাহ বন্ধ থাকায় নেত্রকোনা পৌরশহরের সাতপাই এলাকার তিতাস গ্যাস গ্রাহক সাকেরুল ইসলাম বলেন, ‘গ্যাস না থাকায় রান্নার সমস্যা হচ্ছে। সকালে হোটেল থেকে রুটি কিনে পরিবারসহ নাস্তা করেছি। কখন গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে তা বুঝতে পারছি না।’
তিতাস গ্যাস কোম্পানির ডিজিএম নারায়ণ চন্দ্র দে বলেন, ‘অত্যন্ত স্পর্শকাতর গ্যাসের সঞ্চালন লাইনের পাইপ ছিদ্র হয়েছে। এটা মেরামতের প্রক্রিয়া অত্যন্ত জটিল। সঞ্চালন লাইনের মেরামত কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। তবে কখন সংযোগ স্বাভাবিক হবে তা বলা যাচ্ছে না।’
ময়মনসিংহ আঞ্চলিক তিতাস গ্যাস বিক্রয় বিভাগের উপমহাব্যবস্থাপক প্রকৌশলী সুরঞ্জিত কুমার দে বলেন, গ্যাস সঞ্চালন লাইনে ক্ষতিগ্রস্ত হওয়ায় ভালুকা, ময়মনসিংহ নগরী, মুক্তাগাছা, শম্ভুগঞ্জ, নেত্রকোনা এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।