নিজস্ব প্রতিবেদক: দেশবাংলা প্রতিদিনের প্রকাশক ও সম্পাদক এ. এম. সারোয়ার জাহানের জ্যেষ্ঠ সন্তান এ.এম. জাহান শাওন এবারের এইচএসসি ২০২৪ এর পরিক্ষার্থী।
রাজধানীর ঢাকায় অবস্থিত রামপুরা একরামুন্নেছা ডিগ্রী কলেজের পরীক্ষার্থী হিসেবে রোববার (৩০ জুন) থেকে তিনি মানবিক বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন।
দেশবাংলা প্রতিদিনের সম্মানিত প্রকাশক ও সম্পাদক এ.এম.সারোয়ার জাহান মহোদয়ের এক সাক্ষাৎকারে ২০২৪ এর এইচ.এস.সি পরীক্ষার্থী তার ছেলে ও অন্যান্য পরীক্ষার্থীদের সম্পর্কে তিনি বলেন, “শিক্ষা জাতির মেরুদন্ড আজকের এই শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ, এ প্রজন্মের ছেলে মেয়েরাই ভবিষ্যতে দেশ পরিচালনা করবে এবং দেশকে উন্নত স্থানে নিয়ে বিশ্বের কাছে দাঁড় করাবে।”
দেশবাংলা প্রতিদিনের সম্মানিত সম্পাদক আরো বলেন, আমার ছেলে জাহান শাওন এবারের এইচএসসি পরীক্ষার পরীক্ষার্থী। আরো অন্যান্য যারা এবারের পরীক্ষায় অংশগ্রহণ করবে সকলের জন্য আমি দেশবাসীর কাছে দোয়া চাই। সকলেই যেন পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে পারে।
এদিকে দেশের জাতীয় অনলাইন নিউজ পোর্টাল দেশবাংলা প্রতিদিন পরিবারের পক্ষ থেকে বাংলাদেশের সকল এইচএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা রইল।
পরম করুনাময় দয়ালু মহান আল্লাহ্ তায়ালা আমাদের দেশবাংলা প্রতিদিনের সম্মানিত প্রকাশক ও সম্পাদক মহোদয়ের জ্যেষ্ঠ সন্তান জাহান শাওনের বাবা-মায়ের লালিত স্বপ্ন যেন বাস্তবায়ন হয় এবং এবারের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ভালো ফলাফল করতে পারে ; সেই সাথে সারাদেশে যে সকল শিক্ষার্থীরা এইচএসসি পরিক্ষার্থী তাঁরা সবাই যেন পরিক্ষায় উত্তীর্ণ হয়ে ভালো ফলাফল করে মা- বাবার স্বপ্ন পূরন করতে পারেন – এটাই দেশবাংলা প্রতিদিন পরিবারের প্রত্যাশা।
উল্লেখ্য, দেশবাংলা প্রতিদিনের পক্ষ থেকে এবারের সকল এইচএসসি পরীক্ষার্থীদের পরামর্শ দেয়া হলো।
১/ পরীক্ষার হলে রওনা দেওয়ার আগে অবশ্যই প্রশ্নপত্র সহ কলম সঙ্গে নিয়ে নিবে।
০২/ পরীক্ষার শুরু হওয়ার আগের দিন কেন্দ্রের অবস্থান টি ভালো করে জেনে এবং বাসা থেকে কোন রুটে যেতে হবে সে বিষয়ে পরিষ্কার ধারণা নিয়ে নিবে।
০৩/ পরীক্ষা শুরুর আগের দিন কেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য পরীক্ষার্থী ও অভিভাবকদের সড়ক মহাসড়কের যানজটের বিষয়টি মাথায় রেখে পর্যাপ্ত সময় নিয়ে বাসা থেকে বের হওয়ার পিপারেশন নিয়ে নিবে।
০৪/ বাসা থেকে এমন ভাবে বের হবে যেন নূন্যতম ৩০ মিনিট আগে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো যায়।
০৫/ যেসব সড়কে রেল ক্রসিং আছে তা বিবেচনা করে বাসা থেকে সময় নিয়ে রওনা দিতে হবে।
০৬/ বাসার বা পরীক্ষা কেন্দ্রে আশেপাশে সড়কে যদি খোঁড়াখুড়ি বা মেরামত কাজ চলে তবে তা বিবেচনায় নিয়ে সময়মতো রওনা দিতে হবে।
০৭/ পরীক্ষার্থী ও অভিভাবকদের সাবধানতা অবলম্বন করে যানবাহন চলাচলে অনুরোধ করা হলো।
০৮/ কোন অবস্থায় গণপরিবহনে ঝুলে ঝুঁকিপূর্ণভাবে পরীক্ষা কেন্দ্রে আসা-যাওয়া করা যাবে না।
০৯/ যেসব পরীক্ষার্থী মোটরসাইকেলে পরীক্ষা কেন্দ্রে যাবে তারা অবশ্যই নিরাপত্তার কারণে হেলমেট পরে যাবে।
১০/ পরীক্ষা কেন্দ্রে আগত পরীক্ষার্থীরা যানজট বা কোন অনাকাঙ্ক্ষিত সমস্যার সম্মুখীন হলে ট্রাফিক পুলিশের সহযোগিতা নিবে।
১১/ অবশ্যই রাস্তা পারাপারের সময় জেব্রা ক্রসিং থাকলে তা ব্যবহার করবে।
১২/ পরীক্ষা কেন্দ্রের আশেপাশে অযাচিত পার্কিং না করে অভিভাবক বা পরীক্ষার্থীদের ব্যবহৃত যানবাহন কেন্দ্র থেকে দূরে নিরাপদ স্থানে পার্কিং করতে হবে।
১৩/ বর্তমান বর্ষাকাল চলছে অবশ্যই ছাতা রেইনকোট কিংবা বৃষ্টি থেকে রক্ষায় প্রয়োজনীয় সরঞ্জামাদি বাসা থেকে নিয়ে বের হবে।
১৪/ অবশ্যই যে কোন প্রয়োজনে কোন সমস্যা হলে ৯৯৯ লাইনে কল দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিতে হবে।
সারা দেশের সকল পরীক্ষার্থীদের এ বিষয়গুলো মেনে চলার জন্য দেশবাংলা প্রতিদিনের পক্ষ থেকে সকল অভিাবক ও পরীক্ষার্থীদের অনুরোধ করা হলো।