রিপন কান্তি গুণ, বিশেষ প্রতিনিধি: নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুরে ভারত থেকে চোরাই পথে আনা ২৯৬ বস্তা ভারতীয় চিনি ও অনুমোদনহীন কসমেটিক পণ্য জব্দ করেছে টাস্কফোর্স। যার সর্বমোট বাজার মূল্য প্রায় ১৯ লাখ ১৫ হাজার টাকা। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
আজ শনিবার (২৯ জুন) দুর্গাপুর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানান, গতকাল ২৮ জুন) শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দিনব্যাপী পরিচালিত অভিযানে সীমান্ত এলাকার বিভিন্ন ঘর ও গুদামে মজুত করা চিনি ও কসমেটিকসসামগ্রী জব্দ করা হয়।
চোরাচালান বিরোধী দিনব্যাপী এ অভিযানে উপজেলা প্রশাসন, বিজিবি ও পুলিশ সদস্য নিয়ে গঠিত টাস্কফোর্সের প্রধান সমন্বয়কের ভূমিকায় ছিলেন দুর্গাপুর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান। অভিযানে অন্যান্যদের মধ্যে বিজিবির নেতৃত্বে ছিলেন বিজয়পুর বিওপির সুবেদার নুর মোহাম্মদ ও দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু শরীফসহ বিজিবি ও পুলিশের আরও সদস্যরা অংশ নেয়।
অভিযান সূত্রে জানা গেছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিজিবি ও দুর্গাপুর পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ টাস্কফোর্স শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের বিজয়পুর এবং বড়ইকান্দি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে আনা ২৯৬ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। একইসঙ্গে দুই বস্তা অনুমোদনবিহীন, নিম্নমানের এবং আমদানিকারকের ট্যাগবিহীন কসমেটিকস জব্দ করা হয়। জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য প্রায় ১৯ লক্ষ ১৫ হাজার টাকা বলে জানান টাস্কফোর্সের প্রধান সমন্বয়ক দুর্গাপুর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান।
পরবর্তী যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য এসব জব্দকৃত মালামাল বিজিবি হেফাজতে দেওয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এর আগে কলাকান্দা সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে (২৭ জুন) বৃহস্পতিবার ৫৫৩ বস্তা ভারতীয় চিনি এবং (২৬ জুন) বুধবার ৩ হাজার ৬৪ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়।