নিজস্ব প্রতিবেদক: আজ রবিবার (৩০ জুন) এইচএসসি পরীক্ষা ২০২৪ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকালে যানজটে নাকাল রাজধানী ঢাকা, তাই বৃষ্টিতে ভিজে এইচএসএসসি পরীক্ষার্থীরা পরীক্ষা শুরু হওয়ার আগে পরীক্ষা কেন্দ্রে হাজির।
দেশবাংলা প্রতিদিনের প্রতিনিধি ঢাকার বিভিন্ন কেন্দ্রগুলো সরেজমিনে পরিদর্শন করার পর দেখতে পেয়েছেন যে, পরীক্ষা কেন্দ্রগুলোর সামনে বৃষ্টিতে ভিজে কেন্দ্রে প্রবেশ করার জন্য অপেক্ষা করছে অনেক অভিভাবক ও ছাত্রছাত্রীদের।
ছবি: দেশবাংলা প্রতিদিন
জানা গেছে, বৃষ্টিমুখর দিনে বৃষ্টিতে কেন্দ্রের বাহিরে ভেজা অবস্থায় অবস্থান করা ছাত্র-ছাত্রীদেরকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করার করানোর জন্য অভিভাবক ও পরীক্ষার্থীদের কোন কথা আমলে নেয়নি কর্তৃপক্ষ।
অভিভাবক ও এইচএসসি পরীক্ষার্থীদেরকে রাস্তায় ভিজে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। এখন পর্যন্ত মুষলধারে বৃষ্টি হচ্ছে রাজধানীতে। যানজটের কারণে অনেক পরীক্ষার্থী বৃষ্টিতে ভিজেই হেঁটে হেঁটে যাচ্ছেন পরীক্ষা কেন্দ্রগুলোতে।