রিপন কান্তি গুণ, বিশেষ প্রতিনিধি (নেত্রকোনা): নেত্রকোনা সদরের চল্লিশা ইউনিয়নের রাজেন্দ্রপুর এলাকা থেকে ৪১০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
বুধবার (৩ জুলাই) দিবাগত রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জেলা সদরের রাজেন্দ্রপুর এলাকা থেকে তাদের আটক করেছে পুলিশ।
আটকৃতরা হলেন- সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে আল আমিন (৩০) ও একই উপজেলার চন্দ্রপতি খিলা গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে রাসেল মিয়া (২২)।
পুলিশ সূত্রে জানা গেছে , সদর উপজেলার রাজেন্দ্রপুর গ্রামে আল আমিনের বাসায় বিক্রির উদ্দেশ্যে মাদক মজুদ করে রেখেছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম পিপিএম এর তত্ত্বাবধানে এসআই আশরাফ এর নেতৃত্বে একটি বিশেষ টিম গতকাল বুধবার দিবাগত রাতে ২টার দিকে আল আমিনের বাসায় অভিযান চালানো হয়। অভিযানে তার ঘর তল্লাশি করে ৪১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় মাদক ব্যবসায়ী আল-আমিন ও রাসেল মিয়াকে আটক করে পুলিশ। উদ্ধার করা এসব ইয়াবার আনুমানিক মূল্য ২ লাখ ৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম পিপিএম বলেন, এ ঘটনায় আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আজ দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।