নিজস্ব প্রতিবেদক: প্রশাসনের প্রাণকেন্দ্র বাংলাদেশ সচিবালয়ের ক্লিনিক ভবনে আগুন লেগেছে।
বৃহস্পতিবার (০১ আগস্ট) বিকেল সোয়া চারটার দিকে ভবনটির নিচতলায় আগুনের সূত্রপাত বলে একজন প্রত্যক্ষ্যদর্শী জানিয়েছেন। ধোঁয়া ছড়িয়ে পড়ে আশেপাশে।
আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলের ছুটে আসেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বলেন, একটি ইলেকট্রিক বোর্ড থেকে আগুনের সূত্রপাত বলে মনে করা হচ্ছে।
ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করে বিকেল ৪টা ৩৫ মিনিটে আগুন নিভিয়ে ফেলা হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।