রিপন কান্তি গুণ, বিশেষ প্রতিনিধি (নেত্রকোনা): সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার দাবিতে নেত্রকোনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আজ (১৫ আগষ্ট) বৃহস্পতিবার বেলা ১২টার দিকে জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আব্দুল্লাহ আল-মামুন রনি’র নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল কোর্ট স্টেশন এলাকা থেকে শুরু করে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এসময় বিক্ষোভ মিছিলে বিএনপি’র শত শত নেতা-কর্মীরা অংশ নেন।
বিক্ষোভ মিছেল শেষে সংক্ষিপ্ত সমাবেশে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেত্রকোনা জেলার সাবেক যুগ্ম-সম্পাদক ইসলাম উদ্দিন খান চঞ্চলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র আহবায়ক ডা. মো. আনোয়ারুল হক, সদস্য সচিব মো. রফিকুল ইসলাম হেলালি, সিনিয়র যুগ্ন-আহবায়ক অ্যাডভোকেট মো. মাহফুজুল হক, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনি প্রমুখ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মনিরুজ্জামান দুদু, তাজুল ফরাস সুজাত, বজলুর রশিদ পাঠান, সাবেক ইউপি চেয়ারম্যান ফরিদ আহমেদ, নেত্রকোনা সরকারি কলেজের সাবেক ভিপি গাফফার ঠাকুর তোলন, যুবদল নেতা মো. রফিকুল ইসলাম রফিক, মোস্তাফিজুর রহমান মামুন, খোকন হাওলাদার, আফাজ উদ্দিন খান চন্দনসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।
এ সময় বক্তারা, পিলখানা হত্যা, হেফাজতের ইসলামের গণহত্যা সর্বোপরি সারাদেশব্যাপী গুম, খুনসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণতন্ত্রহত্যাকারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে সব হত্যার দ্রুত বিচারের আওতায় এনে ফাঁসির দাবি জানান।