নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে চীন হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এমনকি ভূরাজনৈতিক যেকোনো পরিস্থিতিতে বাংলাদেশের পাশে থাকারও আশ্বাস দিয়েছেন তিনি।
বুধবার (২১ আগস্ট) বেলা ১১টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠক এ আশ্বাস দেন ইয়াও ওয়েন। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, নুরুল ইসলাম মনি ও আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল অংশগ্রহণ করেন।
বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে চীনা রাষ্ট্রদূত বলেন, বিএনপির সঙ্গে আলোচনায় বড় সুযোগ তৈরি হয়েছে, ভালো আলোচনা হয়েছে। বৈঠকে আমাদের মধ্যে সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে। আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতির ব্যাপারে ইয়াও ওয়েন বলেন, চীন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না। আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সমর্থন করি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন আছে; প্রত্যাশা করি অল্পকিছু দিনের পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।