বাংলাদেশ সেনাবাহিনীর শীতকালীন অনুশীলনি পরিদর্শনে মঙ্গলবার দুপুরে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় আসেন সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ এসবিপি (বার) ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুই সপ্তাহের জন্য অনুষ্ঠিত সেনাবাহিনীর শীতকালীন অনুশীলন প্রশিক্ষণ পরিদর্শন শেষে বেলা ১টায় উপজেলার ডুগডুগিহাট কলেজ মাঠে ১১ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে স্থানীয় গরীব ও অসহায় শীতার্ত নারী পুরুষদের মাঝে ৯শ পিস কম্বল বিতরন করেন। এর আগে ৬৬ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে ফুলবাড়ি উপজেলায় আরও ৯শ কম্বল বিতরন করেন তিনি।
এসময় সেনাবাহিনী প্রধান সময়ের সাথে তাল মিলিয়ে আভিযানিক সক্ষমতা বৃদ্ধির তাগিদ দিয়ে বলেন, বাংলাদেশ সেনাবাহিনী আজ একটি দক্ষ, সুশৃংখল ও সুসংগঠিত বাহিনীরূপে আত্মপ্রকাশ করেছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখন্ডতা রক্ষার পাশাপাশি দেশ গঠনমূলক বিভিন্ন কর্মকান্ড, জাতীয় দুর্যোগ মোকাবেলায় এবং আন্তর্জাতিক পরিমন্ডলে শান্তিরক্ষা কার্যক্রমে দায়িত্ব পালন করে সুখ্যাতি ও প্রভূত সুনাম অর্জন করেছে।
তিনি সৈনিকদের মনোবল উন্নত রেখে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সদা প্রস্তুত থাকার নির্দেশনা প্রদান করেন।
এসময় সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মোঃ সাইফুল আলম, এসবিপি, ওএসপি, এসইউপি, এডব্লিউসি, পিএসসি, পিএইচডি; জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও এরিয়া কমান্ডার বগুড়া মেজর জেনারেল মোঃ খালেদ-আল-মামুন, পিবিজিএম, এনডিসি, পিএসসি এবং জেনারেল অফিসার কমান্ডিং ও এরিয়া কমান্ডার রংপুর এরিয়া মেজর জেনারেল মোঃ ফয়জুর রহমান, বিএসপি, এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি উপস্থিত ছিলেন।
এদিকে শীতকালীন প্রশিক্ষণ উপলক্ষে ১১ পদাতিক ডিভিশনের ২১ ফিল্ড এমবুলেন্স এর আয়োজনে ডুগডুগিহাট কলেজে একদিনের ফ্রী মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়। সেখানে মেডিসিন, গাইনি, চর্মসহ বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে সকলের জন্য ফ্রী চিকিৎসা সেবা ও ঔষধ বিতরন করা হয়।
সেনাবাহিনীর দেয়া কম্বল ও বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ পেয়ে খুশি এলাকার মানুষ।