নিজস্ব প্রতিবেদক: মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব ড. শেখ আব্দুর রশীদ এবং মুখ্যসচিব হতে চলেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আব্দুল মোমেন। শিগগিরই তাঁদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করবে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) জনপ্রশাসনের একটি বিশ্বস্ত সূত্র বিষয়টি জানিয়েছে।
তথ্য অনুযায়ী, বর্তমান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের চুক্তি বাতিল করে আব্দুর রশীদকে নিয়োগ দেওয়া হচ্ছে। এর আগে ড. শেখ আব্দুর রশীদকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল