নিজস্ব প্রতিবেদক: দেশের বিভিন্ন অঞ্চলে সাম্প্রতিক বন্যার কারণে রাজধানীর বাজারে সবজি ও ডিমের দাম হঠাৎ বেড়ে গিয়েছিল। কিন্তু এখন আবার সরবরাহ বাড়ায় দাম কিছুটা কমেছে। তবে যেসব সবজি মৌসুমী নয়, সেগুলোর বাড়তি দামে বিক্রি হচ্ছে।
আজ শুক্রবার (৩০ আগস্ট) রাজধানীর কারওয়ান বাজার, মিরপুর, হাতিরঝিল, ঝিগাতলা, মুগদাসহ বিভিন্ন এলাকার বাজারে এমন চিত্র দেখা গেছে।
সবজির বাজারে দেখা গেছে, প্রতি কেজি পটল বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকায়, শসা প্রতি কেজি ৬০ টাকা, ধুন্দুল প্রতি কেজি ৫০ থেকে ৬০ টাকা, চিচিঙ্গা প্রতি কেজি ৬০ টাকা, ঝিঙা প্রতি কেজি ৬০ টাকা, পেঁপে প্রতি কেজি ৩০ থেকে ৪০ টাকা, মিষ্টি কুমড়া প্রতি কেজি ৪০ টাকা, কাঁচামরিচ প্রতি কেজি ২৫০ থেকে ২৭০ টাকা, ঢেঁড়স প্রতি কেজি ৪০-৫০ টাকা, লাউ প্রতি পিস ৫০-৬০ টাকা, জালি প্রতি পিস ৫০ টাকা, আলু প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬০-৬৫ টাকা এবং কাঁকরোল প্রতি কেজি ৬০ টাকায় বিক্রি হচ্ছে।
এ ছাড়া বেগুন প্রতি কেজি ৮০-১০০ টাকায়, কচুর লতি প্রতি কেজি ৭০-৮০ টাকা, মুলা প্রতি কেজি ৮০ টাকা, কচুরমুখি প্রতি কেজি ৭০-৮০ টাকা, টমেটো প্রতি কেজি ১৪০-১৫০ টাকা, গাজর প্রতি ১০০ টাকা, করলা প্রতি কেজি ৮০ টাকা, বরবটি প্রতি কেজি ৮০ টাকা ও কচুরলতি প্রতি কেজি ৮০-১০০ টাকায় বিক্রি হচ্ছে।