দিনাজপুরের ঘোড়াঘাটে জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ভোগ্যপন্যের সাথে দাহ্য পদার্থ রাখা,সেঁতসেঁত পরিবেশ,মূল্য তালিকা প্রদর্শন না করা,মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণের অপরাধে তিন প্রতিষ্ঠান কে ১৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বুধবার (২৮ ডিসেম্বর) দুপুর সাড়ে ৩টায় পৌরসভার আজাদ মোড় বাজারে এই অভিযান পরিচালনা করেন দিনাজপুর জেলা ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম।অভিযান পরিচালনা কালে রফিকুল ষ্টোরে ৫ হাজার,লক্ষী ভান্ডার কে ৫ হাজার এবং চৌধুরী মেডিসিন কর্ণার কে ৪ হাজার টাকাসহ তিন ব্যবসায়ী কে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়।এসময় দিনাজপুর উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর জগদীশ চন্দ্র মহন্ত,জেলা ভোক্তা অধিকার অফিসের কম্পিউটার অপারেটর এরশাদ আলী,এসআই মোজাফফর রহমানসহ পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
দিনাজপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম জানান,মূল্য তালিকা প্রদর্শন না করা,সেঁতসেঁত পরিবেশ,ভোগ্যপন্ন্যের সাথে দাহ্য পদার্থ রাখার অপরাধে দুই প্রতিষ্ঠান কে ১০ হাজার এবং একটি ঔষধের দোকানে মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণের অপরাধে ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।সেই সাথে তাদের কে সর্তক করা হয়েছে।এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানা গেছে।