সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় ২২ বোতল ভারতীয় মদ সহ দুই মাদক ব্যবসায়িকে আটক করেছে ধর্মপাশা থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৯শে ডিসেম্বর) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার কংশ সেতুর উত্তর পাশ থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১১ (এগারো) বোতল ভারতীয় whiskey মদ ও ১১ (এগারো) বোতল ভারতীয় VODKA মদ সহ মোট ২২ বোতল ভারতীয় মদ মাদক পাচার কাজে ব্যবহত একটি platina মোটরসাইকেল জব্দ করা হয়।
আটককৃতরা হলেন, সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের জারারকোনা গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে মোঃ আলী (৪২) এবং মৃত আম্বর আলীর ছেলে মোঃ ঝিলিক মিয়া।
এই তথ্যের সত্যতা নিশ্চিত করেন ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ (ওসি)মোহাম্মদ মিজানুর রহমান।