সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের রাজনগর গ্রামের নিজ বাড়ির সামনে থাকা পুকুরের পানিতে ডুবে শনিবার দুপুরে নূরুন্নাহার (৩৫) নামের প্রতিবন্ধী এক নারীর মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের মৃত লাল চান মিয়ার মেয়ে।
এলাকাবাসী ও ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, উপজেলার ধর্মপাশা সদর ইউনিয়নের রাজনগর গ্রামের নূরুন্নাহার শারিরীক প্রতিবন্ধী ছিলেন। দিনের বেশির ভাগ সময়ই তিনি নিজ বাড়ির সামনের পুকুর পাড়ে বসে থাকতেন। তিনি সাঁতার জানতেন না। শনিবার বেলা দেড়টার দিকে তিনি নিজ বাড়ির পুকুরের পানিতে গোসল করতে গিয়ে ওই পুকুরের পানিতে ডুবে গিয়ে তলিয়ে যান। ওইদিন বেলা আড়াইটার দিকে সেখান থেকে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডাক্তার প্রতিবন্ধী ওই নারীকে মৃত ঘোষণা করেন।
ধর্মপাশা সদর ইউনিয়ন পরিষদ ( ইউপি) চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু এই মৃত্যুর খবরটির তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।