রিপন কান্তি গুণ, বিশেষ প্রতিনিধি (নেত্রকোনা): নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার লেপসিয়া গ্রামের দক্ষিণপাড়ায় টাকা চেয়ে না পাওয়ায় মাদকাসক্ত ছেলের হাতে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
রবিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার চাকুয়া ইউনিয়নের লেপসিয়া গ্রামের দক্ষিণপাড়ায় মৃতের নিজ বাড়ির উঠানে ঘটনাটি ঘটে।
নিহত জাহেদ আলী (৬৫) চাকুয়া ইউনিয়নের লেপসিয়া গ্রামের বাসিন্দা এবং হত্যাকারী তার ছেলে জুয়েল মিয়া (২৮)।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানাগেছে, রবিবার সন্ধ্যায় জাহেদ আলী (৬৫) নিজ বাড়ির উঠানে দাঁড়িয়ে ছিলেন এ সময় তার ছেলে জুয়েল মিয়া (২৮) বাবার কাছে কিছু টাকা চাইলে বাবা জাহেদ আলী টাকা দিতে অস্বীকৃতি জানান। টাকা না পেয়ে জুয়েল মিয়া রাগের বশবর্তী হয়ে তার হাতে থাকা বাঁশের লাঠি দিয়ে বাবাকে মারধর শুরু করে। এক পর্যায়ে জুয়েল লাঠি দিয়ে মাথায় আঘাত করলে সাথে সাথেই বাবা জাহেদ আলী মাটিতে লুঠিয়ে পড়েন। সেখানেই মৃত্যু হয় জাহেদ আলীর। এ সময় আশেপাশের লোকজন জুয়েলকে আটক করে খালিয়াজুড়ি থানায় খবর দেয়। পরে ঘটনাস্থলে পুলিশ আসলে স্থানীয় জনগন আটক জুয়েলকে পুলিশে সোপর্দ করে।
খালিয়াজুরি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। লেপসিয়া বাজারের পুলিশ ফাঁড়ির সদস্যরা স্থানীয়দের সহায়তায় জুয়েল মিয়াকে আটক করেন। পরে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা করা হয়েছে।