বাৎসরিক কোরআন তেলওয়াত প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৪ সেরমক্তব শিক্ষা ব্যাবস্থা কে আরও গতিশীল করার লক্ষ্যে, আজ শরিয়তপুরের হাজী হক দড়ি হেল্প অর্গানাইজেশনের উদ্দেগে মক্তব ভিত্তিক কোরআন তিলওয়াত প্রতিযোগীতা। অনুষ্ঠানে -হাজী আবদুল হক দড়ি হেল্প অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক হাজী মনজুরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিতি ছিলেন, আবদুল গনি উচ্চ বিদ্যালয়ের মেনেজিংকমিটির সভাপতি এবং বিশিষ্ট সমাজ সেবক মতিউর রহমান দড়ি।আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস এর যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা জালাল উদ্দীন, ড. মাসুদুজ্জামান প্রফেসর, প্রধান শিক্ষক হেলাল উদ্দিন মাসুদ, মো: মোতালেব হোসেন দড়ি সমাজ সেবক সহ এলাকার গন্য মান্য ব্যাক্তি ও সকল মক্তবের ছাত্র ছাত্রী বৃন্দ। অনুষ্ঠানের প্রথম পর্বে প্রত্যেক মক্তবের আভ্যন্তরীণ ছাত্র ছাত্রীদের মধ্যে প্রতিযোগিতার মাধ্যমে ১ম এবং ২য় স্থান নির্ধারণ হয়। পরে প্রত্যেক মক্তবের সেরা ছাত্র ছাত্রীদের মধ্যে অন্ত মক্তব প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতার মাধ্যমে সেরা নির্বাচিত ছাত্র ছাত্রীদের পুরুষ্কার বিতরন এবং সম্মানী চেক তুলে দেন সংশ্লিষ্ট জনরা। ছাত্র ছাত্রীরা বলেন এরকম আয়োজনে আংশগ্রহন করতে পেরে আমরা অনেক খুশি। মাসুদুজ্জামান চানমিয়া বলেন, মক্তবের ছাত্র ছাত্রীদের জন্য এত সুন্দর আয়োজন হবে, এখানে আসার আগে ভাবিনি।প্রধান অতিথি আলহাজ্ব মতিউর রহমান দড়ি বলেন, হাজী আব্দুল হক দড়ি হেল্প অর্গানাইজেশন যে আয়োজন মক্তবের ছাত্র ছাত্রীদের শিক্ষার আগ্রহ আরো বাড়িয়ে তুলবে বলে জানান তিনি, এবং ছাত্র ছাত্রীরা ঠিক সময়ে আসার অভ্যাস হবে। অনুষ্ঠানের সভাপতি হাজী মনজুরুল ইসলাম বলেন, মক্তব শিক্ষা ব্যাবস্থা একজন মুসলমানের শিক্ষার মুল ফাউন্ডেশন বা ভিত্তি। তা এই শিক্ষা ব্যাবস্থা অগ্রগতি করানো আমাদের দায়িত্ব। আমাদের এই হেল্প অর্গানাইজেশন মানুষের কল্লানে সব সময় আছে। অনুষ্ঠানে অন্যান্য অতিথিবৃন্দ আলোচনা করেন। অংশ গ্রহণকারী সকলের মধ্যে পুরুষ্কার বিতরন করেন অনুষ্ঠানের অতিথিরা, এছাড়াও অন্যান্য মক্তবের ইমাম, সভাপতি, সেক্রেটারী উপস্থিত থেকে সকলের মধ্যে ক্রেস্ট এবং সম্মানী চেক প্রদান করা হায়। এছাড়াও ছাত্র ছাত্রীদের মধ্যে সনদ বিতারিত করা হয়।