ময়মনসিংহ নগরীর বাদেকল্পা এলাকায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিবেশীর দায়ের কোপে সাবেক পুলিশ সদস্য মিন্টু মিয়া (৬৫) নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
নিহতের পরিবারের রাকিবুল ইসলাম জানান, সাবেক পুলিশ সদস্য মিন্টু মিয়ার সাথে প্রতিবেশি জাহাঙ্গীর আলমের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ নিয়ে একাধিক গ্রাম্য সালিশও হয়েছে। গতকাল শুক্রবার আবারও সালিশের আয়োজন করা হয়। অমীমাংসিত অবস্থায় সালিশের লোকজন বাড়ি থেকে যাওয়ার পরপরই জাহাঙ্গীর ও তার লোকজন মিন্টু মিয়াকে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাও পর তার মৃত্যু হয়।গতকাল শুক্রবার (১১ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ নগরীর বাদেকল্পা এলাকায় এ ঘটনাটি ঘটেছে। নিহত মিন্টু মিয়া ওই এলাকার মৃত আব্দুল করিমের পুত্র।ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি বলেন, জমি নিয়ে বিরোধে মিন্টু মিয়া নামের সাবেক এক পুলিশ সদস্য খুন হয়েছেন। এ ঘটনায় রুহুল, নাজমুল ও আব্দুল মান্নান নামের তিনজনকে গ্রেফতার করা হয়েছে।