
বিরামপুর (দিনাজপুর )প্রতিনিধ:
দিনাজপুরের বিরামপুরে ষষ্ঠী থেকে আরম্ভ হয়ে দশমী পর্যন্ত ৩৫ টি পূজা মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে।। এ উৎসব বিপুল আনন্দ উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে। পূজা অনুষ্ঠান চলাকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিরামপুর উপজেলার সম্মানিত সভাপতি,সাধারণ সম্পাদক ,সাংগঠনিক সম্পাদক , সদস্য সচিব,স্বেচ্ছাসেবক দলসহ সহযোগী সংগঠন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট এর আহবাহক প্রতিটি মন্দির পরিদর্শন করেছেন।পূজা মন্ডপে থাকা পুলিশ কর্মকর্তা ও আনসার সদস্য রা জানিয়েছেন তারা সার্বিকভাবে নিরাপত্তা বিধান করছেন । মন্দিরের কোথাও যেন কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সে ব্যাপারে তারা সতর্ক দৃষ্টি রেখেছেন। সাবেক কাউন্সিলর( ৫ নম্বর ওয়ার্ডে)মোহাম্মদ ইসমাইল হোসেন জানিয়েছেন কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি ।হিন্দু ধর্মাবলম্বীরা আনন্দের সাথে দূর্গা পূজা উদযাপন করেছেন। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এর সহকারী দপ্তর সম্পাদক বিরামপুর উপজেলা শাখার শ্রী পঙ্কজ চন্দ্র মহন্ত জানিয়েছেন নির্বিঘ্নে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে।বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মমতাজুল ইসলাম জানিয়েছেন ৩৫টি পূজা মন্ডপের মধ্যে আজকে ৩৩ টি প্রতিমা বিসর্জন হবে। সার্বিক পরিস্থিতি ভালো রয়েছে ।কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। প্রতিমা বিসর্জনের সময় বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক, এস, আই মোঃ এরশাদ মিয়া,এস আই সাহীন শেখ পুলিশ সদস্য সহ আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।