ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল (মমেকহা) এর উপপরিচালক ডাঃ মোঃ ওয়ায়েজ উদ্দীন ফরাজী এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠান গত ২৯ ডিসেম্বর বেলা ১২টায় মমেকহা হলরুমে অনুষ্ঠিত হয়। মমেকহার পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ডাঃ গোলাম কিরিয়া সভাপতিত্ব করেন।বক্তব্য রাখেন কর্ম জীবনে নিজের স্মৃতিময় মুহূর্তগুলো স্মরন করে সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উপপরিচালক ডাঃওয়ায়েজ উদ্দীন ফরাজী,ওয়ায়েজ উদ্দীন ফরাজী এর মিসেস ডাঃ আম্বিয়া খাতুন, সহকারী পরিচালক ডাঃ জাকিউল ইসলাম সহকারী অধ্যক্ষ অধ্যাপক ডাঃমোঃ আব্দুল হান্নান মিয়া, সহযোগী অধ্যাপক ডাঃ মোঃ জাহেদুল ইসলাম,াসহকারী পরিচালক অর্থ ও ভান্ডার,ডাঃ মোঃ আলী রেজা
সিনিয়র স্টোর অফিসার ডা.মোঃ রাহাত হোসেন, ডেন্টাল সার্জন ফড.খন্দকার আনোয়ার হোসেন প্রমুখ।কর্মজীবনে সততা,দক্ষতা ও সেবার মধ্যে নিজেকে বিলিয়ে চিকিৎসক সমাজের মধ্যে সুনাম অর্জন করেছেন।তার এই সততা অনুসরনীয় হয়ে থাকবে বলে বক্তাগন তাদের বক্তব্যে প্রকাশ করেন।পরিচালনা করেন আবাসিক চিকিৎসক ডাঃমোঃ কায়সার আহমেদ খান ইমরান।