মাগুরার মোহম্মদপুর উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়নের মধুমতি নদীতে শতবর্ষের ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত হয়।সোমবার (১৪ অক্টোবর) বিকেলে মধুমতি নদীর ঝামা ঘাটে এ নৌকা বাইচ ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত হয়।
প্রায় ১২০ বছর ধরে প্রতিবছর দুর্গাপূজার বিসর্জনের পরদিন ঐতিহ্যবাহী এ উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে।দুর্গাপূজার বিসর্জনের পরদিন আনন্দ-উল্লাসে মেতে ওঠে নারী-পুরুষ, শিশু-কিশোর, বৃদ্ধ নির্বিশেষে হাজার হাজার মানুষ এই বাইচ উপভোগ করতে উপস্থিত হয়।দুপুর হতে না হতেই নৌকা বাইচ ও গ্রামীণ মেলা উপলক্ষে হাজারো মানুষের সমাগম ঘটতে থাকে মধুমতি নদীর ঝামা বাজার এলাকায়। মধুমতি নদীর দুই তীরে তখন হাজারো মানুষের মিলন মেলা ঘটে। এই মেলা উপলক্ষে মাছ-মাংসের দোকান থেকে শুরু করে মিষ্টি, চানাচুর, পারিবারিক গ্রামীণ পণ্যের সমাহার, শিশুদের মাটির খেলনা, মেয়েদের প্রসাধনী, নাগরদোলাসহ নানা রকম অনুষঙ্গ। শতবর্ষী এ মেলাকে কেন্দ্র করে কেনাবেচায় মুখর হয় পুরো এলাকা। তবে প্রতি বছরেই এ মেলাকে ঘিরে ক্রেতা-বিক্রেতার লেনদেনে এলাকার ব্যবসা বাণিজ্যের প্রসারে অর্থনৈতিক উন্নয়ন ঘটে। মেলায় আসতে পেরে আনন্দ প্রকাশ করেন সব শ্রেণির মানুষ। এবছর পরিবর্তিত পরিস্থিতিতে মেলা আয়োজন কিছুটা অনিশ্চিত হয়ে পড়ার পরও স্থানীয়দের উদ্যোগে ও রাজনৈতিক নেতাদের সদিচ্ছার কারণে মেলা জমজমাট হয়ে উঠে। প্রাচীন ঐতিহ্যবাহী এ মেলা এলাকার অসাম্প্রদায়িক চেতনার একটি চমৎকার উদাহরণ হিসেবে উল্লেখ করে এটিকে এগিয়ে নিয়ে যেতে সবার সহযোগিতা কামনা করেন স্থানীয় আয়োজকরা।