নিজস্ব প্রতিবেদক :
সাবেক বর্ষিয়ান মন্ত্রী এবং ঐতিহ্যবাহী বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)। বুধবার দুপুরে রাজধানীর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
এভারকেয়ার হাসপাতালের তথ্যসূত্রে জানা যায়, কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত মতিয়া চৌধুরীকে সকালে হাসপাতালে আনা হয়, হাসপাতাল কর্তৃপক্ষ মতিয়া চৌধুরীকে ভর্তি করিয়ে চিকিৎসা কার্যক্রম শুরু করেন।মৃত্যুর আগ পর্যন্ত সকল ধরনের চেষ্টা করা হয় এবং নিবিড় পর্যবেক্ষণে রাখা হয় বর্ষিয়ান এই নেতাকে। কিন্তু শেষ পর্যন্ত সফল হতে পারেনি চিকিৎসকরা, না ফেরার দেশে চলে যেতে হলো মতিয়া চৌধুরীকে।বুধবার বাংলাদেশ সময় দুপুর ১২ঃ৫৭ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আওয়ামী লীগের বর্ষিয়ান এই নেত্রী মতিয়া চৌধুরী ১৯৪২ সালের ৩০ জুন পিরোজপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি শেরপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন। তার রাজনৈতিক জীবন শুরু হয় বামপন্থী রাজনীতি দিয়ে। বাংলাদেশি নারী রাজনীতিবিদ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)-এর সদস্য ছিলেন, পরবর্তীতে আওয়ামী লীগে যোগ দেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বিশেষ অবদানের জন্য ২০২১ সালে বাংলা একাডেমি তাকে সম্মানসূচক ফেলোশিপ প্রদান করে। ২০২৪ সালের জুলাই-আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র-জনতা আন্দোলনের মধ্য দিয়ে জাতীয় সংসদ বিলুপ্তের মাধ্যমে সংসদ সদস্য পদ হারান বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলী সদস্য ও সাবেক মন্ত্রী মতিয়া চৌধুরী।