সারাদেশের ন্যায় নওগাঁর শিক্ষার্থীরাও বছরের প্রথম দিন হাতে পেয়েছে নতুন বই। নতুন বইয়ের গন্ধে মাতোয়ারা জেলার ১১টি উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। প্রচন্ড শীত আর ঘন কুয়াশাকে উপেক্ষা করে রবিবার ১ জানুয়ারী সকাল থেকে শিক্ষা প্রতিষ্ঠানে নতুন বইয়ের স্পর্শ নিতে শিক্ষার্থীদের অপেক্ষা করতে দেখা গেছে। নতুন বছরের প্রথম দিনে বিনামূল্যে নতুন বই পাওয়ার আনন্দে উচ্ছ্বসিত নওগাঁর হাজারো কোমলমতি শিক্ষার্থীরা। বছরের প্রথম দিনে তারা নতুন বই পেয়ে আনন্দে উচ্ছ্বসিত।
নওগাঁ জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, মাধ্যমিক পর্যায়ের সাধারণ শাখায় চাহিদা দেওয়া হয়েছে ২৪ লাখ ২৩ হাজার ৯শ ৩৪টি এরমধ্যে বই এসেছে ৮ লাখ ৬৮ হাজার ৯শ ৪৭টি। মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য চাহিদা দেওয়া হয়েছে ৬ লাখ ৭৩ হাজার ৩শ ৫৯টি এরমধ্যে বই এসেছে ৪ লাখ ৮০ হাজার ৩শ ৪০টি ও এবতেদায়ী শিক্ষার্থীদের জন্য চাহিদা দেওয়া হয়েছে ৪ লাখ ১০ হাজার ৬ শ ৮০ টি এরমধ্যে বই এসেছে ২ লাখ ১৮ হাজার ৫শ ৫০ টি। এসএসসি ভোকেশনালের জন্য বইয়ের চাহিদা দেওয়া হয়েছে ৯৮ হাজার ৭শ ৭৬টি ও ইংরেজি ভার্সনের জন্য চাহিদা দেওয়া হয়েছে ২ হাজার ৮শ ৯০টি এরমধ্যে বই এসেছে ৬শ ৫০টি। এ ছাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে ৯ লাখ ২৬ হাজার ৩শ ৬৫ টি নতুন বই।
নওগাঁ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইউসুফ রেজা বলেন, জেলায় এবার বইয়ের চাহিদা দেওয়া হয়েছিল ১২ লাখ ৫২ হাজার ৮শ ৬টি এরমধ্যে বই এসেছে ৯ লাখ ২৬ হাজার ৩শ ৬৫টি। যা আজ শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে।
জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফর রহমান জানান, পুরো জেলার ২ লাখ ৭৬ হাজার ২শ ৫৫ জন শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে আজ। তবে চাহিদা অনুযায়ী সব বই এখনও জেলায় পৌঁছায়নি। এখন পর্যন্ত ৪৪ শতাংশ বই আমরা পেয়েছি। আশা করছি খুব তাড়াতাড়ি বই পৌঁছে গেলেই আমরা শিক্ষার্থীদের হাতে সেগুলো তুলে দিতে পারবো।