রিপন কান্তি গুণ, বিশেষ প্রতিনিধি (নেত্রকোনা): নেত্রকোনার কেন্দুয়ায় যৌথবাহিনী অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আজ (২২ অক্টোবর) মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে (২১ অক্টোবর) সোমবার দিবাগত রাত ৮টার দিকে উপজেলার রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের বঙ্গবাজার এলাকার জুয়ার আসরে যৌথবাহিনী অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এ সময় অন্যরা পালিয়ে যায়।
আটককৃতরা হলেন- রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের সাধারণ সম্পাদক শেখ মোস্তফা কামাল বাবলু (৫০) ও আব্দুল কদ্দুস (৫৫)।
পুলিশ জানায়, রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের বঙ্গবাজার এলাকায় নিয়মিত লাখ লাখ টাকার জুয়া খেলার আসর বসানো হচ্ছিল। গোপন সংবাদের খবরে যৌথবাহিনী সোমবার রাতে জুয়ার আসরে অভিযান পরিচালনা করে। এ সময় বিএনপি নেতা শেখ মোস্তফা কামাল বাবলু ও আব্দুল কুদ্দুছকে আটক করা হয়।
উপজেলার রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়ন বিএনপির সভাপতি সুরুজ আলী বলেন, শুনেছি প্রায়ই সেখানে খেলা হতো। এমনকি গ্রেপ্তার বাবলুও এ তথ্য ১৫-২০ দিন আগেও পুলিশকে জানিয়েছিল। আজকে সেনাবাহিনীর সদস্যরা এসে বাবলুসহ আরও দুজনকে ধরে নিয়ে গেছে। তারা জুয়ার আসর সম্পর্কে আমাকেও বিভিন্ন প্রশ্ন করেছেন।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান মিজান বলেন, আটককৃতদের বিরুদ্ধে কেন্দুয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জিয়াউল হক বাদী হয়ে জুয়া আইনে একটি মামলা দায়ের করেছেন। এ মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।