সারাদেশের ন্যায় বছরের প্রথম দিনে সুনামগঞ্জের ধর্মপাশায় বই উৎসবে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়েছেন সংশ্লিষ্টরা।
আজ রবিবার (০১ জানুয়ারি) সকালে জনতা মডেল উচ্চ বিদ্যালয়ের স্কুলে আনুষ্ঠানিক ভাবে বই দেওয়ার সূচনা করেন তারা।
বই বিতরনে অংশ নেন উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলিদুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মাহবুবুল কবীর।
জনতা মডেল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে নতুন বই তুলে দিয়ে বই উৎসবের সূচনা হয়।
এসময় উপস্থিত ছিলেন, জনতা মডেল উচ্চ বিদ্যালয়ের সভাপতি ফখরুল ইসলাম চৌধুরী, জনতা মডেল উচ্চ বিদ্যালের প্রধান শিক্ষক আব্দুল মালেক খাঁন,সহকারী শিক্ষক নাজমুল ইসলাম, অভিলাষ পাল,আশিষ কুমার,নূর মোহাম্মদ, ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল মন্নাফ,আলমগীর কবির সহ শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।