ধর্মপাশা( সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
জেলার সুনামগঞ্জের ধর্মপাশা থানা পুলিশের বিশেষ অভিযানে গতরাতে ১১.৪৫ মিনিটের সময় হাসপাতাল রোডের নিজ বাসা থেকে ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সদস্য শরীফ আহমেদ জুয়েল তালুকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার এর দিক নির্দেশনায় সিনিয়র সহকারি পুলিশ সুপার ধর্মপাশা সার্কেল সুনামগঞ্জ এর তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ মোহাম্মদ এনামুল হক এর নেতৃত্বে এসআই মোঃ সাব্বির আহসান, এসআই সনজিত কুমার রায়, এএসআই আবু সাঈদ সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় উপজেলা আওয়ামী লীগের এই নেতা কে ধর্মপাশা উপজেলা হাসপাতাল রোড এলাকা হতে গ্রেফতার করা হয়েছে।দেশবাংলা প্রতিদিনের এক সাক্ষাৎকারে ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ এনামুল হক বলেন, বিশেষ অভিযান চালিয়ে শরীফ আহমেদ জুয়েল কে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করার জন্য পুলিশ স্কটের মাধ্যমে অফিসার ইনচার্জ, সুনামগঞ্জ সদর মডেল থানা বরাবরে প্রেরণ করা হয়েছে। আমাদের অভিযান চলমান থাকবে। উল্লেখ্য, সুনামগঞ্জ সদর মডেল থানার অধিযান পত্রের প্রেক্ষিতে সুনামগঞ্জ সদর মডেল থানার মামলা নং-০৫, তারিখ-০৪/০৯/২০২৪খ্রিঃ, ধারা-আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২ (সংশোধীন ২০১৯) এর ৪/৫ তৎসহ ১৪৩/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/১০৯/১১৪/৩৪ পেনাল কোড এর তদন্তেপ্রাপ্ত আসামী শরিফ আহমদ জুয়েল তালুকদার কে ধর্মপাশা থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার করে সুনামগঞ্জ সদর মডেল থানাকে হস্তান্তর করা হয়।