
ব্যুরো প্রধান, নেত্রকোণা: নেত্রকোণা জেলা কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) ও নারী শিশু স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) নিয়োগ বাতিলের দাবীতে নেত্রকোণা জেলা প্রশাসকের মাধ্যমে আইন উপদেষ্টা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট জিয়া উদ্দিন খান জিয়া। রোববার (২৭ অক্টোবর) সকালের দিকে নেত্রকোণা জেলা প্রেসক্লাবে সাংবাদিকদের কাছে অভিযোগের কপি দেন।জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট জিয়া উদ্দিন খান জিয়া লিখিত অভিযোগে জানান, গত বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বাংলাদেশ আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে নেত্রকোণা জেলা কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) পদে অ্যাডভোকেট আবুল হাসেম ও নারী শিশু স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মোঃ নূরুল কবির রুবেল কে নিয়োগ দেওয়া হয়।
লিখিত অভিযোগে আরও জানান, বিগত আওয়ামী লীগের আমলে আওয়ামী আইনজীবীদের সাথে সম্পর্ক করে আওয়ামী লীগের নেতাদের মতো কাজ করেছেন। গত ৫ আগস্টের আগে বিএনপির দলীয় কোনো কর্মসূচীতে অংশ গ্রহণ করতে দেখি নাই। এছাড়াও একাধিক অভিযোগ রয়েছে। অভিযোগের বিষয়ে সদ্য নিয়োগপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আবুল হাসেম জানান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা শাখার সকল আইনজীবী ঐক্যবদ্ধ হয়ে আমাদের সাথে আছে। আওয়ামী লীগ সমর্থক বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিগত সময়ে বিএনপির জেলা শাখার আইন বিষয়ক সম্পাদক ছিলাম। বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য। উদ্দেশ্যপ্রণোদিত হয়ে আমার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।