রংপুর প্রতিনিধি:
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন রংপুরের নবাগত বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম। সোমবার (২৮ অক্টোবর) দুপুরে পীরগঞ্জে কবর জিয়ারত শেষে আবু সাঈদের পরিবারের সাথে সাক্ষাৎ করেন বিভাগীয় কমিশনার। এসময় উপস্থিত ছিলেন, রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগমসহ অন্যরা।বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম বলেন, ঘুষ-দুর্নীতিমুক্ত সমাজ গড়ে রংপুর বিভাগের বেকারত্ব দূরীকরণে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। রংপুর বিভাগে শ্যামপুর চিনিকলের মতো বেশ কিছু কল কারখানা বন্ধ হয়ে পড়ে আছে। এগুলো পুনরায় চালু করলে এ অঞ্চলের যেমন বেকারত্ব হ্রাস পাবে, তেমনি অর্থনীতির চাকাও সচল হবে। এছাড়াও রংপুর অঞ্চল কৃষি আবাদের জন্য উপযুক্ত, তাই কৃষি ফলন কিভাবে বাড়ানো যায় তার ওপরও আমরা নজরদারি রাখবো।তিনি আরও বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের শিক্ষালয়ে পরিণত করতে হবে। আবু সাঈদের স্বপ্ন বৈষম্য মুক্ত একটি সমাজ গড়তে রংপুরের বিভাগীয় ও জেলা প্রশাসন নিরলসভাবে কাজ করে যাবে। এসব কাজের শুরু হবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে