
শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টারঃ
নওগাঁয় শয়ন ঘর থেকে ঝুলন্ত অবস্থায় এক কিশোরীর মৃতদেহ উদ্ধারের পর কোন অভিযোগ না থাকায় ঘটনাস্থলে প্রাথমিক সুরতহাল রিপোর্ট অন্তে স্বজনদের কাছে মৃতদেহ হস্তান্তর করেছে থানা পুলিশ। নিহতের স্বজনদের বরাতদিয়ে পুলিশ সহ স্থানিয়রা জানান, জান্নাতুন মায়া ওরফে ঐশি (১৪) নামের নামের ঐ কিশোরী তার বাবা ও মায়ের উপর অভিমান করে বাড়ির লোকজনের অজান্তে নিজ শয়ন ঘরে সেলিং ফানের সাথে গলায় ওড়নার ফাঁসদিয়ে আত্নহত্যা করেছেন বলেই ধারনা করা হচ্ছে। নিহত কিশোরী জান্নাতুন মায়া ঐশি নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর পৌর এলাকার আলহেরা পাড়ার মাহাবুর রহমানের মেয়ে ও নজিপুর সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণিতে পড়ুয়া মেধাবী ছাত্রী ছিলো।
স্বজন ও স্থানিয় সুত্র জানায়, সোমবার ২৮ অক্টোবর সকাল সারে ৯ টারদিকে ঐশির শয়ন কক্ষের দরজা বন্ধ দেখে তার পরিবারের লোকজন তাকে অনেক ডাকা ডাকি করার পরও তার কোন সাড়াশব্দ না পেয়ে ঘরের দরজা খোলার পর ঘরের ভেতরে সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচানো ঐশির ঝুলন্ত মৃতদেহ দেখতে পান পরিবারের লোকজন। এরপর ঘটনাটি থানা পুলিশকে জানানো হয়। তার স্বজনরা জানায়, রবিবার দিনগত রাতে তার বাবা মা তাকে বকাঝকা করলে সে তার নিজ ঘরের দড়জা বন্ধ করে শুয়ে পড়েন। স্বজন সহ স্থানিয়দের ধারনা, সে বাবা-মার উপর অভিমান করে রাতের কোন সময় গলায় ওড়নার ফাঁস দিয়ে আত্নহত্যা করেছেন।কিশোরী মৃত্যুর সত্যতা নিশ্চিত করে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ শাহ মোঃ এনায়েতুর রহমান জানান, খবর পাওয়ার সাথে সাথে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে সেখানে প্রাথমিক সুরতহাল রিপোর্ট পস্তুত করেন। তবে নিহতের স্বজনদের কারো কোন অভিযোগ না থাকায় এবং পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই মৃতদেহটি পরিবার তথা স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।