মাগুরায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের নামের শহীদ ফরহাদ হোসেন ভবন ও শহীদ মির্জা নওজেস হোসেন অনার্স ভবন উদ্বোধন করা হয়। বুধবার (৩০ অক্টোবর) সকাল ১১ টায় মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল ইউনিয়নের নাকোল সম্মিলনী ডিগ্রী কলেজের ভবন উদ্বোধন করা হয়।উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, এ্যাডভোকেট মোঃ আব্দুর রশিদ সভাপতি নাকোল সম্মিলনী ডিগ্রী কলেজ মাগুরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ কলিমুল্লাহ, শ্রীপুর থানার অফিসার্স ইনচার্জ সুকদেব রায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা মনোয়ার খান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল মাগুরা জেলা শাখার সাবেক আহ্বায় আলি আহমেদ, বাংলাদেশ জামাতে ইসলামের আমির বাকের, আরো উপস্থিত ছিলেন বিভিন্ন দলের নেতৃবৃন্দ ও স্থানীয় এলাকাবাসী।এ সময় উপস্থিত বক্তারা ফ্যাসিবাদ আওমি সরকারের পতনের ভূমিকা পালনকারী শহীদদের পরিবারের প্রতি সমবেদনা জানান ও তাদের জন্য দোয়া করেন।